আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিয়ে সম্পাদিত গ্রন্থ

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পৃথিবীর ক্ষণজন্ম কয়েকজন শ্রেষ্ঠ রাজনীতিবীদদের একজন। তার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে এনেগিয়েছিল বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এই হ্ত্যার যাতে বিচার না হয় সেজন্য ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। ১৯৯৬ সালের ৮ নভেম্বর এই অধ্যাদেশ বাতিল করা হয়।

এক দীর্ঘ মামলার মাধ্যমে বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম ও বর্বরোচিত হত্যা মামলার ঐতিহাসিক রায় প্রদান করা হয়। এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের নিকট আটককৃত খুনীদেও উপর রায় কার্যকর করা হয়। এই ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সকলের জন্য সহজবোধ্যভাবে লেখা একটি বইয়ের প্রয়োজনীয়তা ছিল অনেক। বাঙলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব নূহ-উল-আলম লেনিন এগিয়ে আসলেন সম্পাদনার দায়িত্ব নিয়ে। 'বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় বাঙালির কলঙ্কমোচন' নামে সম্পাদিত গ্রন্থটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা ১০০০।

আকর্ষণীয় প্রচ্ছদ করেছেন কাইয়ুন চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা ২৭২, মূল্য ৩৫০ টাকা। লেখক: সহসাধারণ সম্পাদক, অগ্রসর বিক্রমপুর শ্রীনগর কেন্দ্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.