আমাদের কথা খুঁজে নিন

   

এবিএম নুরুজ্জামানকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

আজকের দৈনিক আমাদের সময়ের খবর অনুযায়ী , সরকার অবসর প্রাপ্ত সচিব এবিএম নুরুজ্জামানকে দুই বছরের চুক্তির ভিত্তিতে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতপদে নিয়োগ করেছে। অনেক ভাল খবর। আমার প্রশ্ন হল এটা কেন করা হবে? দেশে কি উপযুক্ত লোক এক জনও নেই যে এক জন অবসরপ্রাপ্ত সচিবকে ডেকে এনে রাষ্ট্রদূত বানাতে হবে? বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডার কি এতোই দুর্বল যে রাষ্ট্রদূত বানানোর মতো লোক পাওয়া যাচ্ছেনা। যারা অবসরে গেছেন তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে আনতে হচ্ছে কেন? আমি যত দূর শুনেছি যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক মহাপরিচালক আছেন যারা রাষ্ট্রদূত হবার জন্য অনেক বেশী যোগ্য ও উপযুক্ত। কারণ তারা শুরু থেকে কুটনীতির সাথে যুক্ত। তাই তারাই ভাল রাষ্ট্রদূত হতে পারেন। যে অবসরে গেছেন তাকে অবসরে থাকতে দেয়াই তো উচিত। আমার সম্মানিত ব্লগারগণ এ ব্যাপরে কী বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।