আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের পাশে শেষ শয্যায় এবিএম মূসা

প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। রাত ৯টা ১০ মিনিটে তার ইচ্ছা অনুযায়ী মা সাজেদা বেগমের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাদ এশা ফুলগাজীর কুতুবপুরে আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে প্রথিতযশা এ সাংবাদিকের চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, ফেনী শহরের মিজান ময়দানে বাদ মাগরিব তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এবিএম মূসার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে দুপুর ২টা ৮ মিনিটে মরদেহ বহনকারী গাড়িটি ফুলগাজীর কুতুবপুরের উদ্দেশে রওনা হয়।

বুধবার বাদ মাগরিব রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মৃত্যুবরণ করেন ৮৩ বছর বয়সী দেশবরেণ্য সাংবাদিক এবিএম মূসা।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.