আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলী স্টাইলেই শেখ হাসিনার সরকার জুলুম-নির্যাতনের পথেই এগুচ্ছে

হট নিউজ

চোখ কান খোলা রেখে বিশ্ব রাজনীতির দিকে দৃষ্টিপাত করলে আরো স্পষ্ট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশ। ইহুদী-খৃস্টান চক্র সেখানে গায়ের জোরে ‘ইসরাইল' নামক একটা বিষফোঁড়াকে বসিয়ে দিয়েছে ইউরোপ ও পশ্চিমা বিশ্ব। শোনা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র' এবং ইসরাইলী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ'ই হচ্ছে নেপথ্যে বর্তমান আওয়ামী সরকারের মূল চালিকা শক্তি। এ দু'টি গোয়েন্দা সংস্থার পছন্দের লোকদের নিয়েই মন্ত্রী পরিষদ গঠন, উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হয়েছে।

তাদের পরামর্শ আর গাইড লাইনেই এখন দেশ পরিচালিত হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার, রিমান্ড সবকিছুই এখন ‘র' ও ‘মোসাদ'-এর ছক ও গাইড লাইন অনুযায়ী হচ্ছে। এ রকম দু'টি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা নেপথ্যে থেকে শক্তি, সাহস যুগিয়ে একের পর এক ভয়াবহ দুষ্কর্ম সফলভাবে ঘটানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বেশি আত্মপ্রত্যয়ী, আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। মুসলিম বিশ্বের সঙ্গে ইসরাইলী আচরণের মতই তিনিও নির্বিকারভাবে প্রতিপক্ষের ওপর ধারাবাহিকভাবে দমন, নির্যাতন চালিয়ে যাচ্ছেন। ইসরাইল যেমন কাউকেই পরোয়া করছে না তেমনি শেখ হাসিনাও এখন কাউকেই পরোয়া করছেন না, পাত্তা দিচ্ছেন না।

বিভিন্ন মহলে তার সরকারের সীমাহীন ব্যর্থতাসহ বিতর্কিত বিষয়গুলো নিয়ে সমালোচনার ঝড় উঠলেও তিনি কোন আলোচনাকেই আমলে নিচ্ছেন না। ‘র' ও ‘মোসাদ'-এর পরিকল্পনা অনুযায়ী একের পর এক ইস্যু সৃষ্টি হলেও ইসরাইলী স্টাইলেই শেখ হাসিনার সরকার তার মোকাবিলা করছে। ইহুদী পরামর্শে একের পর এক অঘটন ঘটিয়ে, প্রতিপক্ষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে প্রধানমন্ত্রী ক্রমেই আরো দুঃসাহসী হয়ে উঠছেন। বোধকরি তিনি ধরেই নিয়েছেন, প্রতিপক্ষের ওপর যতই জুলুম নির্যাতন করা হোক, আওয়ামী স্টাইলে প্রতিবাদ অথবা প্রতিরোধ করার মুরোদ তাদের নেই। তাই দিন যতই যাচ্ছে জুলুম নির্যাতনের মাত্রাও ততই তীব্রতর হচ্ছে।

২৭ জুন হরতাল চলাকালে সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং মির্জা আববাসের বাসায় সাধারণ মানুষকে পিটিয়ে ভর্তা বানানো হলেও তার বিরুদ্ধে কিছুই করতে পারেনি বিএনপি। একইদিনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট শমসের মুবিন চৌধুরীকে বিনা কারণে রিমান্ডে নেয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে এমনকি খোদ সরকারের ভেতরে নিন্দার ঝড় উঠলেও ইসরাইলী স্টাইলে আওয়ামী সরকার দায়সারা গোছের দু'একটা সান্ত্বনার বাণী শুনিয়ে সকলকে নিবৃত্ত করার চেষ্টা করেছে মাত্র। কিন্তু যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়াসহ কোনকিছুই করবে না সরকার। একইভাবে দৈনিক আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে দেশে-বিদেশে নিন্দার ঝড় উঠলেও, মুক্তির দাবি উঠলেও সরকার ইসরাইলী স্টাইলেই তাতে মোটেও কর্ণপাত করছে না।

জনমতকে সামান্যতম হিসেবের মধ্যেই গণ্য করছে না। ইসরাইলের মতই দেশে-বিদেশে সরকার বিরোধী আন্দোলনমুখী জনমতকে উপেক্ষা করেই শেখ হাসিনার সরকার জুলুম-নির্যাতনের পথেই এগুচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.