আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার বিরুদ্ধে নিন্দা



গাজায় ইসরাইলী হামলার বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার অব্যাহত রয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বৃটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোতে ইসরাইলী-বিরোধী গণ-বিক্ষোভ হয়েছে। কোনো কোনো দেশে মিশর ও ইসরাইলী দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসরাইলী আগ্রাসনের ব্যাপারে সহযোগিতার জন্য আরব দেশগুলোর নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করছি। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরাইলী হামলার ব্যাপারে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাতে আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়ায় ক্ষোভ প্রকাশ করছি।

হামাসকে ধ্বংস করতে ইসরাইলকে ব্যাপক সময় দেয়ার জন্যই তারাই এ সফর বিলম্বিত করছে। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা গত বুধবারেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিনিধি পাঠাতে পারতো। এদিকে গাজার অরক্ষিত ও নিরপরাধ শিশু, মা-বোন, এবং বেসামরিক জনগণর ওপর ইসরাইলের অপরাধযজ্ঞ ইসরাইল ও তার সহযোগিদের আরো বেশি কলংকিত করবে। অপর দিকে খাদ্য ও ঔষধ বহনকারী ইরানের দুটি বিমান গাজায় প্রবেশ করেছে। ইরান গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রীবাহী আরো একটি জাহাজ পাঠাচ্ছে।

এজন্য অন্তেরর অন্তস্হল থেকে ইরানকে জানাই আন্তরিক অভিনন্দন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.