আমাদের কথা খুঁজে নিন

   

শিশিরকে ভালবেসে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

শিশিরকে ভালবেসে, দুর্বাঘাসে, খুব ভোরে, হেটে হেটে সব জঞ্জাল পেছনে ফেলে, লাল মাটির পাহাড়ের চুড়াতে, মু্গ্ধ আমি তোমার হাসিতে। মাউথ অর্গানে সুর তুলে, আলো কি আধার সব ভুলে, যেন তুমি অন্যকিছু, ছায়া দেখেই নিই পিছু। তুমি কি ছায়া? হয়তো আলেয়া। হয়তো কিছু জল্পনা, এমন সব আজ আমার ভাবনা। পাহাড়ে কি দেখা হয়নি? হয়েছিল,শিশিরেও পা মাড়িয়েছিলাম দু’জনে। ছোপ ছোপ ছাপে রয়ে গেছে সব ঐ গহীনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।