আমাদের কথা খুঁজে নিন

   

শরীরে মন গেঁথে থাকে আর মনে থাকে শরীরের কাঠামো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শরীরে মন গেঁথে থাকে আর মনে থাকে শরীরের কাঠামো শাফিক আফতাব.................. আমি তো তোমাকেই চেয়েছি__ তোমার শরীর মন ! কেনো না শরীরে মন গেঁথে থাকে আর মনে থাকে শরীরের কাঠামো। একটি বিনে অন্যটি ইতিম__ নিঃসঙ্গ, নির্জন।

তোমার শরীর দাও__সাথে দাও মন ; গনগনে আগুনে পুড়ে আমি জ্যোস্নাবতী করি গগণ। দেহের আত্মা মিশে যেমন হয় একটি প্রাণী তেমনি দেহের সাথে মন না মিশালে প্রেম হয় না__ভালোবাসাও। যদি দেহ চাই__ তাহলে, বলো কামুক আর যদি মন চাই__ বলো নুপুংশক। কোনদিকে যাবো __ ? কী নেবো তোমার কাছে। আর তুমি দেবে কী ? আমাকে তুমি দেহ আর মন দুটোয় দাও___পুষ্টিতে সৃষ্টি করি শাবক।

২৩.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।