আমাদের কথা খুঁজে নিন

   

পিএইচডি: "ডিজিটাল বাকশাল"- ০১/০১/২০০৯/ দাদা, আমি জিতেছি!



৩০/১২/২০০৮ থেকে ০১/০১/২০০৯ র্পযন্ত পরিসংখ্যান: হল দখল-১, দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙ্গচুর-২, হামলায় আহত-৭০, প্রথম আলো: কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগের ক্যাডাররা পৌর বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। থানা থেকে মাত্র কয়েক শ গজ দুরে এ ঘটনা ঘটায় কর্তব্যে অবহেলার দায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভোলায় বিএনপির নেতাকে অপহরণ করে চাঁদা দাবি ও হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয় দখল করা হয়েছে।

এসব ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছে। নয়াদিগন্ত: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে হামলা চালিয়ে ১০টি কক্ষ ভাঙচুর, অগ্নিসংযোগ ও ১০ ছাত্রকে ছাত্রাবাস থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এ ছাড়া কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যেও সংঘর্ষ বাধে এবং এতে উভয় গ্রুপের কমপক্ষে তিনজন আহত হয়। অপর দিকে রংপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগ কর্মীদের হাতে প্রহৃত হয়েছে এক ছাত্রদল কর্মী। এ ঘটনায় কলেজে উত্তেজনা বিরাজ করছে।

রংপুর অফিস জানায়, গতকাল রংপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগ কর্মীদের হাতে প্রহৃত হয়েছে এক ছাত্রদল কর্মী। এ ঘটনায় মেডিক্যাল কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নয়াদিগন্ত: বাংলাদেশে আওয়ামী লীগের বিজয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে খুশির জোয়ার বইছে। তার প্রতিফলন ঘটেছে ভারতের পত্রপত্রিকাগুলোয়। কলকাতার ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার সম্পাদকীয় শিরোনাম ছিল : ‘ভারতবুর প্রত্যাবর্তন’।

এতে বলা হয়েছে, ‘বেগম জিয়ার আমলে সাম্প্রদায়িক শক্তির উথান ও তীব্র ভারতবিরোধী মনোভাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যে শৈত্যের প্রাচীর তৈরি হয়েছিল, এবার অন্তত তা কিছুটা কাটিয়ে ওঠার সুযোগ পাওয়া যাবে। ’ এ পত্রিকার প্রথম পাতার শিরোনাম ছিল, ‘ওপার বাংলায় ফের হাসিনা, এপার বাংলার মুখেও হাসি’। প্রথম পাতার আরেকটি খবরের শিরোনাম হলো, ‘দাদা, আমি জিতছি’। নয়াদিল্লি থেকে পাঠানো ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদক বলেছেন, ‘সোমবার প্রায় মধ্য রাতে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে বলেন, ‘দাদা, আমি জিতছি’। ... হাসিনা এখনো প্রধানমন্ত্রী হননি।

তাই প্রটোকল ভেঙে ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করতে দ্বিধা হয়নি। নইলে এজাতীয় টেলিফোনবার্তা কূটনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। এ জন্য বিদেশমন্ত্রী প্রণববাবু সতর্ক হয়ে যান। বিদেশী নেতাকে সম্ভবত এই প্রথম হাসিনার ফোন। ’ আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার অর্ধেকজুড়ে ছিল শুধুই বাংলাদেশের নির্বাচনের খবর।

শিরোনামগুলো এ ধরনের : ‘হাসিনা জোয়ারে সাফ খালেদা জোট’, ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভোটবাক্সের জেহাদে জব্দ জামাত’, ‘এরশাদ ও সেনার ছায়া, বেশি প্রত্যাশা নেই দিল্লির’। শেষোক্ত খবরে বলা হয়েছে, ভারতের বাঙালি বিদেশমন্ত্রীর কাছে শেখ হাসিনা বলেছেন, ‘দাদা, আপনাকে কিন্তু বৌদিকে নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে হবে। ’ আনন্দবাজার গোষ্ঠীর ইংরেজি পত্রিকা ‘দি টেলিগ্রাফ’-এর অর্ধেকজুড়েও ছিল বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়। পত্রিকাটির আট কলাম জোড়া শিরোনাম হচ্ছে, ‘হাসিনা’স হুররা’। প্রথম পাতার খবরের শিরোনাম ছিল­ ‘নেমে এসেছে ধর্মনিরপেক্ষ ধস, দিল্লির আনন্দ’।

পত্রিকাটির প্রথম পাতায় কলাম লিখেছেন বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত দেব মুখার্জি। তার কলামের হেডিং ছিল ‘জামাত জল্ট টারনিং পয়েন্ট’। দি টেলিগ্রাফেও রয়েছে বাংলাদেশকে নিয়ে সম্পাদকীয় ও উপসম্পাদকীয়। উপসম্পাদকীয়তে বলা হয়েছে, ভারতের উচিত হবে ঢাকার নতুন সরকারের প্রতি আস্খা রাখা। কিন্তু সেই সাথে প্রয়োজন যাচাই করে নেয়া।

‘বাংলা স্টেটসম্যান’ পত্রিকার প্রথম পাতায় আট কলামে খবর হচ্ছে, ‘হাসিনার হাতেই বাংলাদেশ, ধুয়েমুছে সাফ বিরোধীরা’। বাংলাদেশের শাহরিয়ার কবীর কলকাতার বাংলা স্টেটসম্যানে এক উপসম্পাদকীয়তে দাবি করেছেন, ‘জঙ্গি দমনে এখন চাই নুরেমবার্গ ট্রায়ালের মতো যুদ্ধাপরাধীর বিচার’। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রথম পাতার খবর হচ্ছে, ‘দিল্লি এই ভেবে স্বস্তিতে, ঢাকায় এখন তাদের এক মিত্র রয়েছে, যার সাথে কাজ করা যায়। পত্রিকাটি সম্পাদকীয়তে পরামর্শ দিয়েছে, ‘হাসিনাকে বাংলাদেশকে ভায়োলেন্স বা সহিংসতা থেকে মুক্ত রাখতে হবে, নইলে ফের সেনাবাহিনী ফিরে আসবে। ’ ভারতের অন্যান্য পত্রিকাতেও প্রায় একই ধরনের খবর রয়েছে।

‘এশিয়ান এজ’ পত্রিকা প্রথম পাতায় খবরের উপশিরোনাম লিখেছে, ‘ভারতের প্রধানমন্ত্রী হাসিনাকে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রণববাবু ঢাকায় যাচ্ছেন। ’ আরেক খবরে ‘এশিয়ান এজ’ লিখেছে, আওয়ামী লীগের প্রত্যাবর্তনে খুশি আসাম সরকার। আলফা নেতা অনুপ চেটিয়াকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে নয়াদিল্লিকে অনুরোধ করবে। তবে এসব রাজনীতি-কূটনীতির ঊর্ধ্বে হিন্দুস্তান টাইমসের ‘কলকাতা লাইভ’ তাদের প্রথম পাতায় হাসিনার বিজয়ে রসনাতৃপ্তির মওকা দেখতে পেয়েছে। ‘সম্পর্কের পরীক্ষা’ শিরোনামে তারা আশা প্রকাশ করেছে, হাসিনার বিজয় পদ্মার ইলিশের বিপুল সরবরাহের আশা জাগিয়ে তুলেছে।

খবরের শিরোনাম হচ্ছে­ ‘এই বর্ষায় কি ইলিশবৃষ্টি হবে?’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.