আমাদের কথা খুঁজে নিন

   

আমারও একটা পিএইচডি ডিগ্রী চাই !!!

আমি খুব সাধারণ একজন। সাধারণের ভিড়েই আমার বেড়ে ওঠা ,সাধারণের ভিড়েই বিচরণ আর সাধারণের ভিড়েই পথ চলা ...... আজ প্রথম আলোতে একটা রিপোর্ট পড়ার পর মনে পিএইচডি ডিগ্রী নেওয়ার শখ জাগছে। ব্যাপারটা এতই সহজ তো চেষ্টা নিতে দোষ কি ?? রিপোর্টটা অনেকটা এই রকম ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূর উদ্দিন তাঁর পিএইচডির অভিসন্দর্ভে (থিসিস) ১২ লাখ ৭৫ হাজার ৪৭ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করেছেন। এই হিসাবে তাঁর প্রতিদিন এক হাজার ১৬৪ জন লোকের সাক্ষাৎকার নেওয়ার কথা। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষক এই থিসিসটি বানোয়াট ও উদ্ভট উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের জন্য উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

অবশ্য ওই শিক্ষকদের সঙ্গে নূর উদ্দিনের ব্যক্তিগত রেষারেষি রয়েছে। ২০০৮ সালের জুন মাসে নূর উদ্দিন ‘দ্য প্র্যাকটিসেস অব মার্ক্সইজম অ্যান্ড দেয়ার ইমপেক্ট অন মডার্ন ওয়ার্ল্ড: দ্য কেইস অব অবজেকটিভাইজেশন’ শীর্ষক পিএইচডি গবেষণা শুরু করেন। ২০১১ সালের মে মাসে তিনি থিসিস জমা দেন। ওই বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি দেয়। অভিসন্দর্ভটি সংগ্রহ করে দেখা গেছে, নূর উদ্দিন ৮০টি দেশের ১২ লাখ ৭৫ হাজার ৪৭ জনের সাক্ষাৎকার নিয়েছেন।

তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার !! প্রতিবেদনে উল্লিখিত যে সময়ের কথা বলা হয়েছে সেই মোতাবেক যদি তিনি থিসিসের অনুমতি পাওয়ার পরক্ষণ থেকে থিসিস জমা দেওয়া পর্যন্ত কোন বিরতি ছাড়া সাক্ষাতকার গ্রহণ করেন তাহলে জনপ্রতি সাক্ষাতকারের সময় ১ মিনিট ১২ সেকেন্ড. শুরু জুন ২০০৮ এবং জমা মে ২০১১ দিনের হিসাবে ১০৬৩ দিন=২৫৫১২ ঘন্টা=১৫৩০৭২০ মিনিট; সাক্ষাতকার গ্রহণ করেছেন ১২৭৫০৪৭ জনের। চলেন সবাই একটা করে পিএইচডি ডিগ্রী নেই !! মূল রিপোর্ট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।