আমাদের কথা খুঁজে নিন

   

এইরকম বৈজ্ঞাপনিক নগ্নতা, উগ্রতা, অতি আধুনিকতা

যে মুখ নিয়ত পালায়......। ।

গ্রামীন ফোন যে ওয়েলকাম টোন নিয়ে টিভি বিজ্ঞাপন টা শুরু করলে, ঐ যে কল দিবা কল দিবা ঐটা , তাতে একটা মোটা মেয়েরে কিছুটা অবজ্ঞা ই করা হইল। যার ভাষ্য পৃথিবীর যাবতীয় মোটা মেয়ে বিদঘুটে। তারা যদি "আমার মোবাইল টা পাচ্ছি না, একটা কল দিবা" বলে তাইলে ঢোক গিলে আপনার আতংকিত হওয়া উচিত।

এড খান প্রথম দেখেই খারাপ লাগলো। কার আইডিয়া এগুলা? এইটা তো রেসিস্ট এড। নেটে সার্চ টার্চ দিয়া দেখলাম এরে সাইজিজম বলা যাইতে পারে। এত ভারী কথায় না গিয়া ও বলা যায় এটা চরম দৃষ্টি কটু একটা এড। আজকে সেলবাজারের এড টাও দেখলাম।

সামুর উপরেই ঝুলছিল। এখন মডুরা সরিয়ে ফেলছেন মনে হয়। সরিয়ে ফেলা হয়ে থাকলে মডুদের ধন্যবাদ। সেলবাজাররে ভাললাগে। এর মালিক মনে হয় বাংলাদেশি।

এর প্রতিদ্বন্দ্বি হিশেবে তোড়জোড় দেখায়া আসছিল বিক্রয় ডট কম। তখন গুগলের এড সহ সব জায়গায় বিক্রয়ের এড দেখা যেত। বিক্রয়ের মালিক বিদেশী। এক টিভি চ্যানেলে দেখছিলাম উদ্বোধন করার খবর। তাই সেলবাজার যেহেতু দেশী লোকজনের তাই এর প্রতি আমার ভালোলাগা আছে।

ভবিষ্যতে যখন বাংলাদেশে ইন্টারনেটের আরো প্রসার হবে তখন আমি চাই দেশী সাইট ই উঠুক। তাই সেলবাজার যখন এড দেয়া শুরু করল তখন ভালো লাগছিল। শুধু তাদের এই বিজ্ঞাপন টা খারাপ লাগছে। আইডিয়া খারাপ না। যার ব্রেন থেকে এই আইডিয়া সে বা তাহারা ভালো চিন্তা করতে পারে।

তবে সেই চিন্তায় নারী রে পন্যের মত করে উপস্থাপন টা একটু বেশি চোখে লাগার মত হয়ে গেছে। পুঁজিবাদে এইটা কমন ট্রেন্ড। এরকম এডের ছড়াছড়ি ই দেখা যায়। যেমন একটা দেখা যাকঃ তাই এখানে সেলবাজার বা যারা এড বানাইছে (এশিয়াটিক জেডব্লিউটি) তাদের ও বেশি দোষ দেয়ার ও কিছু নাই। তবে এইরকম ছাড়াও ভালো বিজ্ঞাপন হয়।

ক্রিয়েটিভ এড বানান যায়। বিজ্ঞাপনী সংস্থা গুলোর দেশীয় মানুষের চিন্তা চেতনা অনুভূতির প্রতি খেয়াল রেখে কাজ করা তাদের জন্যই ভালো হবে। কারণ শেষতক এরাই তো কনজিউমার। এরা যদি এড দেখে ক্ষেপে যায় তাহলে তো হবে না। যেমন কিছু ক্রিয়েটিভ বিজ্ঞাপনঃ অতএব, ক্রিয়েটিভিটি যেহেতু কাউরে অবমাননা না করে দেখানো যায় তাহলে সেটাই করা উচিত।

আর ব্যাপারটা যেহেতু মার্কেটিংয়ের। এইরকম বৈজ্ঞাপনিক নগ্নতা, উগ্রতা, অতি আধুনিকতা ভাল্লাগে নাঃ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.