আমাদের কথা খুঁজে নিন

   

আমার ২০০তম টিউন – ৭টি “অন্যরকম” সফটওয়্যার!

প্রায় ১ বছর ৮ মাস টেকটিউনস এ টিউন করতে করতে আজ আমার ২০০তম টিউনে এসে পড়লাম! শুরুতে কিন্তু আমি গেমস নিয়ে টিউন শুরু করিনি। শুধুমাত্র যেসব গেমস টিউন ভালো সেগুলো টেকটিউনসে শেয়ার করতাম। হঠাৎ টেকটিউনস কর্তৃপক্ষ সেটাকে ধারাবাহিক টিউন / চেইন টিউনে সম্মানিত করলো!! সত্য কথা এটাই যে, গেমস জোন কে চেইন টিউন না করলে আমি হয়তো বা টেকটিউনসে রেগুলার হতাম না। মাঝখানে একজন এডমিনকে বলে আমার আইডিটা বাতিলও করে দিয়েছিলাম!!! তবে এডমিন আমার পরিচিত হওয়ায় তিনি পুরোপুরি আইডিটা ডিলেট না করে ডিএকটিভ করে দিয়েছিলেন, না হলে আজ গেমওয়ালা আইডিটা আর পেতাম না!
যাই হোক, সবারই যেমন লক্ষ্য থাকে ঠিক তেমনি আমারো লক্ষ্য রয়েছে! কি? অবশ্যই টেকটিউনস এর টপ টিজে হওয়া! যেখানে টিউনার “প্রবাসী” ভাই রয়েছে! বলার অপেক্ষা রাখে না তিনি অবশ্যই আমার থেকে বহুগুণে ভালো! তিনি আরো ৪৭ টি টিউনে এগিয়ে আছেন! দেখা যাক কি হয় সামনে! 
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ৭টি “অন্যরকম” সফটওয়্যার। এদের ব্যবহার যেমন অন্যরকম কাজেও অন্যরকম।

চলুন শুরু করি:
 

বর্তমান যুগে ২০ ইঞ্চি ওয়াইল্ড স্ক্রিণ মনিটর এবং ডুয়াল ডিসপ্লে এগুলো জনপ্রিয় হচ্ছে। বড় বড় শপিং মল কিংবা পিসির দোকানের মুল পিসিতে দেখবেন যে অনেকগুলো সিসি ক্যামেরার ভিডিও একই মনিটরে আলাদা আলাদা করে দেখাচ্ছে। এই সফটটির কাজও ঠিক এরকমই। এর দ্বারা আপনি আপনার উইন্ডোজের বাউন্ডারি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন।
ম্যাক্সটো একটি পাতলা সফটওয়্যার যা আপনার ডিসপ্লেকে বিভিন্ন সেকশন কিংবা অংশে ভাগ করতে পারে।

যা মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই করা যায়!
ডাউনলোড:
 
http://www.freenew.net/windows/maxto-2011300/60829.htm

উইন্ডোজ ব্যবহার করছেন অথচ এরর (error) এর সামনে পড়েননি তা হয় নাকি! হেহেহে! যেমন উইন্ডোজের বিভিন্ন এররগুলোর মধ্যে সবচেয়ে কমন এরর হলো নির্দিষ্ট ফোল্ডার কিংবা ফাইল ডিলেট হয় না, কারণ সেগুলো অন্য প্রোগ্রাম কিংবা ইউজারের ব্যবহার করছে! ডিলেট করতে গেলে “This files cannot be accessed or deleted because they’re being use by another  user or program” মেসেজ প্রর্দশিত হয়।
আনলকার একটি ছোট্ট প্রোগ্রাম যা উইন্ডোজের এইসমস্ত সকল এরর কে হিল করতে পারে। তবে দুঃখের বিষয় হলো প্রোগ্রামটি ৬৪-বিট অপারেটিং সিস্টেমে চলবে না।
ডাউনলোড:
http://www.techspot.com/downloads/1029-unlocker.html
 

নাম লাঞ্চি হলেও কিন্তু এটি আপনাকে লাঞ্চ করাবে না কিন্তু!!!! হাহাহাহা!
লাঞ্জি একপ্রকার “বিলাশী” প্রোগ্রাম যা আপনার উইন্ডোজ স্টার্ট মেনুকে আরো ব্যবহার উপযোগী এবং মজাদার করে তুলে। প্রোগ্রামটি ব্যবহার না করলে এর মর্ম বুঝা কঠিন।

ব্যবহার করেই দেখুন একবার।
ডাউনলোড:
http://www.techspot.com/downloads/3068-launchy.html
 
ড্রপবক্স অনেকটা ল্যান নেটওর্য়াকিং এর মতো। ড্রপবক্স একটি সহজে ব্যবহার যোগ্য প্রোগ্রাম যা আপনার পিসিতে “গোপন” ভাবে চালিত হয়। ড্রপবক্স ইন্সটল দেবার পর “ড্রপবক্স ফোল্ডারে” কোনো ফাইল কিংবা ফোল্ডার জমা রাখলে যা অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হয়ে যায় এবং দুনিয়ার যেকোনো পিসিতে ড্রপবক্স ইন্সটলকৃত ফোল্ডার সেই ফাইল কিংবা ফোল্ডারটি পাওয়া যায়, যা আলাদা করে ডাউনলোড করতে হয় না!!
এইসমস্ত ফাইলগুলোর নিরাপত্তা এবং গোপনীয়তা ১০০%; ড্রপবক্স এর নিজস্ব এন্টিভাইরাস দ্বারা। ড্রপবক্স আপাতত ফ্রি হলেও এর ডাটা লিমিট ২ গিগাবাইট।

যা ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযোগী। প্রিমিয়াম একাউন্টে ৫০ গিগাবাইট ডাটা প্রতি মাসে ৯.৯৯ মার্কিন ডলার (বছরে ৯৯ ডলার) এবং ১০০ গিগাবাইট ডাটা প্রতি মাসে ১৯.৯৯ মার্কিন ডলার (বছরে ১৯৯ ডলার) করে নিবে।
ডাউনলোড:
http://www.techspot.com/downloads/4736-dropbox.html
 

পিকপিক! দারুণ নাম! তাই না!
এটি একটি স্ক্রিণশট নেওয়ার প্রোগ্রাম। তবে এটার দ্বারা অনেক বোনাস ফিচার পাওয়া যায় যা অন্য পদ্ধতিতে পাওয়া যায় না। ব্যবহার করেই দেখুন একবার।


ডাউনলোড:
http://www.techspot.com/downloads/4861-picpick.html
 

টোটাল কমান্ডার একটি জটিল এবং কঠিন সফটওয়্যার। তাই সবার বোধগম্য হবে না, আমারও হয়নি!!
টোটাল কমান্ডার একটি ফাইল ম্যানেজার প্রোগ্রাম যার ব্যবহারে আপনার মাথা আউলিয়ে যাবে নিশ্চিত! টোটাল কমান্ডার ব্যবহার করলে আপনার পিসিতে এক্সট্রা অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। ব্যবহার করেই দেখুন, বুঝবেন!
ডাউনলোড:
http://dfirst-arisz.blogspot.com/2013/02/total-commander-8-free-download-full.html
 
 

বেশি দিন হার্ডডিক্স ব্যবহার করতে করতে একসময় দেখা যায় যে হার্ডডিক্সে তেমন খালি জায়গাই নেই! মেজাজটাই খারাপ হয়ে যায় তখন। এই প্রোগ্রামটি আপনার হার্ডডিক্সে জমাকৃত প্রতিটি ডাটাকে আলাদা আলাদা করে আপনাকে গ্রাফিক্যালি একটি ফলাফল দেখায় যাতে আপনি বুঝতে পারেন হার্ডডিক্সে কোন ধরণের ডাটা বেশি জমে আছে। আমার ২ টেরাবাইটের ১৫৮৪.৩৮ গিগাবাইটই গেমস দিয়ে ভর্তি!!!
ডাউনলোড:
http://www.techspot.com/downloads/4815-xinorbis.html
 
আশা করবো প্রতিটি সফটওয়্যার আলাদা আলাদা ধরণের ব্যক্তির কাজে আসবে! আপনারাও দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আরো বহুদিন ব্লগিং দুনিয়ায় থাকতে পারি।

ইসস! টাইপ করতে আর ভালো লাগে নাহহহহহহ!!
 
উইন্ডোজ এর লোগোর বিবর্তন!
 
আপেল খেয়ে শেষ!
কিছু বললাম না!
 
এডিডাস নহে এডিহাস!
 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.