আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৬২ (২০০তম পোস্ট)



সংস্কৃতাগত 'উদগ্র' শব্দটিকে এখন আর মূল অর্থে খুঁজে লাভ নেই। ওটার অবস্থা এখন সেই সাহেবী টুপির মতো যেটা হাজার জনের মাথায় চড়ার পর আসল কালার চেনার উপায় নেই। উদগ্র শব্দটির মূল আর হাল অর্থ শুনলে ভিমড়ি খেতে হবে। কারণ মূল অর্থ হচ্ছে 'সুউচ্চ' বা 'উৎকৃষ্ট'। অথচ হাল অর্থ হচ্ছে তীব্র, দুর্দম, উৎকর্য, ভয়ংকর, প্রচন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দটিকে যখন ঊর্ধ্বাভিমুখ অর্থে ব্যবহার করেছেন ('দলিত ফণিনীয় ন্যায় মুহূর্তের মধ্যেই উদগ্র হইয়া') তেমনি প্রচন্ড অর্থেও ব্যবহার করেছেন ('আমি চাই উদগ্র সংগ্রাম')। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।