আমাদের কথা খুঁজে নিন

   

Project সোনার বাংলা

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

আমি যখন প্রথম ব্লগে প্রবেশ করি তখন থেকেই দেখি অনেক বড় মানে চাচা ব্লগার ও কিছু ছোট মানে ভাতিজা ব্লগার ব্লগে দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে নানা রকম কথা লিখেন .. আলোচনার ঝড় তোলেন ব্লগের পাতায় ..। তাদের দেখে সেই প্রথমেই ইচ্ছে হয়েছিল আমিও কিছু লিখি .. আমার ছোট মাথায় দেশ সম্পর্কে যে সব কথা গুলো লাটিমের মত ঘোরে তাই উপস্থাপন করেছিলাম । কিন্তু তখন আমি সাধারণ একজন ব্লগার হওয়ায় আমার লেখা প্রথম পেজে আসেনি । তাই আজ আবার একটু আপডেট করে প্রকাশ করলাম ।

আশা করি আপনারও আমার ব্লগে এসে আপনাদের মতামত দিবেন নিজের মত করে.। আমরা কিছু না পারলেও অন্তত স্বপ্ন দেখতে তো দোষ নেই..। বিষয়টার নাম দিয়েছি Project সোনার বাংলা । কথা না বাড়িয়ে আসল কথাই আসি। Project সোনার বাংলা আমাদের এই দেশকে সোনার বাংলা করে গড়ে তুলতে প্রথমে যা করতে হবে আমাদের দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে....।

তবে আমি এখানে ১টা ১টা করে সব সমস্যা এবং সমাধান লিখলাম.... আমাদের দেশ গণতান্ত্রিক দেশ.। তাহলে কেন সে দেশে পরিবার তন্ত্র থাকবে.। আর আমরা এই শাষণ ব্যবস্থাকে কেনই বা রাজনীতি বলবো ..। জনগনের মতামতকে প্রধান্য দিয়ে এই দেশে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে..। কোন রাজনৈতিক দল থাকবে না.।

সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ৭১ সালের মত আবার যুদ্ধ করতে হবে .। এবারের যুদ্ধ বেচে থাকার যুদ্ধ.। এবারের যুদ্ধ মানুষের মত মানুষ হবার যুদ্ধ.। ১ : শিক্ষা ব্যবস্থা :- আমাদের দেশের ৮০% মানুষ দরিদ্র.. তারা বর্তমান ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা ভাল ভাবে গ্রহন করে না..। আর যে যে জিনিস ভালো বোঝে বা পারে তাকে সেই বিষয়ে লেখা পড়ার সুযোগ দিতে হবে.।

আমি চাই দেশের বর্তমান প্রজন্ম অন্তত এস.এস.সি পাশ করুক .। আর এই কাজের জন্য সব ছাত্রকে এস.এস.সি পর্যন্ত বই-খাতা স্কুল সরবরাহ করবে.। ছেলে মেয়ে সবাইকে..। টিফিনে খাওয়া সরবরাহ করা হবে.। টাকা দেয়া প্রথা বাদ দিতে হবে,কারণ এই টাকা দেয়া প্রকৃয়াই অনেক টাকার হিসাব পাওয়া যায় না .।

এবং একটা বড় অংশ পেটে চলে যায় কতিপয় লোকের..। গ্রামের মানুষ ও ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা করতে হবে.। যা দেখে তারা কিছু শিখতে পারবে.। এমন কিছু দেখাতে হবে যাতে তারা উৎসাহিত হয়.। ইসলামের নৈতিকতা শেখাতে হবে সবাইকে যেহেতু আমরা জাতি হিসাবে মুসলিম এবং আমাদের নৈতিকতা এখন তলানিতে এসে ঠেকেছে.।

দেশে মেডিকেল কলেজ যা আছে যথেষ্ট ,, এখন কিছু কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে,,এবং কৃষির উন্নতিতে বাংলাদেশের কৃষি উপযোগী শিক্ষা দিতে হবে.। ২ : গ্রাম উন্নয়ন :- বাংলাদেশের প্রান কি? আমি বলবো গ্রাম.। যদি গ্রামের উন্নয়ন হয় তবে দেশেরও অনেক উন্নয়ন হবে.। গ্রামের মানুষের মাঝে শিক্ষার অভাব থাকায় তারা তাদের মুল্যবান সময় অকাজ করে অনেকেই নষ্ট করে.। যেমন তারা কাজ কম থাকলে মোড়ের দোকানে বসে চা সিগারেট খায় এবং নানা রকম সমালোচনায় মশগুল থাকে..।

চায়ের দোকানে বিনোদনের ব্যবস্থা স্বরূপ এখন সিডি প্লেয়ার চালান হয়.। এবং বেশিরভাগ যায়গায় অশ্লীল ও কু-রুচি পূর্ণ বাজে সিনেমা নাচ গান চালান হয়.। এই গুলা বন্ধ করতে হবে.। মানুষকে সচেতন করতে হবে,, তাদেরকে দেশের উন্নয়ন বিষয়ে বোঝাতে হবে.। প্রেষণা দিতে হবে.।

আর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ঐ সব দোকানপাটে কোন আড্ডা চলবে না .। কার্ড বা তাস খেলা চলবে না কাজ ফেলে.। গ্রামের মানুষের জন্য বিকল্প কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে.। যেমন গরুর-ছাগল-মহিষের খামার .। যেখানে দুধ-মাংস-চামড়া উৎপাদন বিষয় জড়িত..।

আরও যে সব উন্নয়ন মুলক কৃষি কাজ আছে , যা তারা ভাল পারে,. ৩ : শিল্পোন্নয়ন :- শিল্পের উন্নয়ন বলতে যে বড় বড় শহর গুলোতে শিল্পকারখানা গড়তে হবে তা না.। এখন থেকে সকল জেলায় শিল্পকারখানা গড়তে হবে.। এতে অনেক সুবিধা.। কারণ , যে এলাকায় যে কাঁচামাল বেশি পাওয়া যায় .। সেই ধরনের শিল্প গড়ে তুলতে হবে.।

তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে.। কৃষক উৎপাদন করবে কাঁচামাল.। সেও লাভবান হবে.। ৪ : বিদ্যুৎ ব্যবস্থা :- বিদ্যুৎ শক্তি আমাদের দেশের একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস.। তাই এই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সকল সু উচ্চ বিল্ডিং এর ছাদে সৌর বিদ্যুৎ প্লান্ট বসাতে হবে,,,যাতে তাদের জন্য আলাদা ভাবে বিদ্যুৎ না লাগে.।

এবং যেখানে যেখানে সুবিধা মনে হয় এবং সুর্যের আলো এসে পৌঁছায় সেখানেই এই পদ্ধতি কাজে লাগানো যায়.। তাছাড়া সমুদ্র সৈকতে বায়ু বিদ্যুৎ প্লান্ট বা উইন্ড মিল বসানো যেতে পারে.। এতে সৈকতের সৌন্দর্য ও বাড়বে আমাদেরও বিদ্যুৎ এর চাহিদা পুরণ হবে.। ৫ : গ্যাস :- বর্তমানে আমরা গ্যাসের সমস্যার কথা সবাই জানি.। কিন্তু কিই বা করার আছে.?. আছে অনেক কিছু করার আছে.।

ঢাকা শহরে যে টন টন ময়লা প্রতিদিন আমাদের নাকে রুমাল চেপে ধরতে বাধ্য করে সেই ময়লা আবর্জনা থেকে গ্যাস তৈরির ব্যাবস্থা করতে হবে.। তাছাড়া গ্রামে গঞ্জে বা যেখানেই হাস-মুরগি বা অন্যান্য গৃহপালিত পশুপাখির খামার আছে সেখানেই বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে হবে.। ৬ : খাদ্য ও চিকিৎসা :- আমাদের দেশের সব মানুষের শত ভাগ খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে.। কারণ পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা.। আর শরীর ভাল তো মন ও ভালো.।

এবার সবাই কাজে চল.. ৭ : সম্মান অধিকার :- আমরা সবাই মানুষ এবং সৃষ্টির সেরা জীব .। তবে কেন এই ভেদাভেদ.। কেন ছোটলোক বড়লোক নিয়ে মাতামাতি.. নামাজ পড়ার সময় যেমন করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাড়ায় তেমন করে কি দেশের জন্য কাজ করতে পারি না..। আমি আর লিখতে পারছি না.. মন খারাপ হয়ে যাচ্ছে..। আমরা এদেশে কত কিছু করছি..।

আলোকিত মানুষ খুঁজিতেছি..। সাদা মন খুঁজিতেছি ..। কিন্তু আপনারা কি কেউ সত্যিকারের হাসি মুখ খুঁজে দেখেছেন কখনো..???? কে না খেয়ে আছে , কে রোগে ভুগে বিনা চিকিৎসায় মরছে.??? কে বৃষ্টিতে ভিজতে ভিজতে অসুখ বাধিয়ে মরছে...??? কোন শিশু ক-ফোটা দুধের জন্য মায়ের বুকে আচড় কাটছে..???? দেখবেন কেন..???? আপনাদের চোখে শত বছরের পর্দা আটা..। কাল সান-গ্লাস পরে থাকলে কি আলোর মর্ম বোঝা যায়..। যায় না.।

আমি লিখে কি করবো এ দেশের জন্য ..। আমার কথা গুলোর কোন মূল্য কি আছে..? সবাই তো সবার সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত..। আমার মত হাজার মানুষের হাহাকারে ভারি হয়ে এসেছে এদেশের বাতাস..। তাইতো আজ নিঃশ্বাস নিতেও কষ্ট হয়..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।