আমাদের কথা খুঁজে নিন

   

ঈর্ষার রং

আমার মুখোশ . . . সবার মুখোশ

আমি মনে হয় কালার ব্লাইন্ড। লাল নীল বেগুনী সবই দেখি, কিন্তু কাব্য উপন্যাসের মতো একেকটা ইমোশনের রং দেখিনা। লেখালেখির পাট প্রায় চুলোয়, সংসার ধর্ম আর কর্মজীবনের দৈনন্দিন গ্যাড়াকলে আবার লেখালেখি? কিন্তু, সৃষ্টিকর্তার কৃপায় পাওয়া জীবনে মোটামুটি সব থেকেও যখন পাশের মানুষ চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় আমার কিছুই না থাকা, তখন নিজেকে বড়ই ছোট মনে হয়। কলেজে . . পড়া, প্রেম করা, আকাশ কুসুম স্বপ্ন দেখা .. ছকে ফেলে করা। ভার্সিটি লাইফে কলেজের ভালো রেজাল্ট চুলোয় ফেলে ফালতু সময় নষ্ট করা. . . করেছি।

ভুল সিদ্ধান্ত গুলোকে পেছনে ফেলার জন্য, মধ্যবিত্ব বাবা মার কাছে নিজের দাম প্রমাণের জন্য লড়া . . লড়েছি। প্রিয় মুখটাকে নিয়ে সংসার আর সুখের জন্য দিনের পর দিন সমাজে স্বীকৃতি যোগ্য ক্যারিয়ারের পিছনে ছোটা . . . ছুটেছি। সবার মতের বীপরীতে হেঁটে ওই স্বপ্ন পূরনের জন্য সংসার পাতা . . . পেতেছি। পরিবারের মন রক্ষা করার জন্য প্রতিদিনের কম্প্রোমাইজ করা . . . করেছি। ছোট্ট একটা নিস্পাপ হাসিমুখ নিয়ে এসে নিজেদের সব সমস্যা ভোলার চেষ্টা . . . করেছি।

পড়ালেখার ঘাটতি নিজের শেখা কাজ দিয়ে পুষিয়ে নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা . . . করেছি। আজ সব পাওয়ার মাঝে, সব করেছি, লড়েছি, ছুটেছি, পেতেছি আর না জানি কত ক্রিয়া পদের লিষ্টি ফেলেও যখন পাশের মানুষ বুঝিয়ে দেয় . . যথেষ্ট করনি . . . হঠাৎ পৃথিবীটা থমকে যায়। যখন শত তুলনার ভীড়ে মন বার বার নীরবে বলে ... "কিন্তু সে তো আমি নই!" ; চোখটা আঁধার হয়ে আসে। যখন বার বার বুঝিয়ে দেয়া হয় ... "তুমি এখনো ছোটটিই আছো" . . .বড় আপাংকতেয় মনে হয়। হঠাৎ মনে পড়ে . . আরে আগে তো খুশীর দিনে আকাশ টা বেশী নীল লাগতো . . . দু:খের দীনে কালো . . রাগে লাল . . ওই রংগুলোকে এখন সবই ম্যাড়মেড়ে লাগে কেন? নিজের কোন জিনিসটা নেই হয়ে গেল ? আশে পাশের সবাইকে দেখেই তো ইর্ষা লাগে।

কিন্তু রং দেখিনা কেন? সবাই গল্প উপন্যাসে লেখে... ইর্ষার একটা রং আছে। দীর্ঘশ্বাস . . . হায় .. আমি সবুজ দেখিনা কেন? এখন .. নিত্যনতুন না পাওয়ার আবিস্কারের ভীড়ে সবচে বেশী ভোগায় এটা . . . আমি সবুজ দেখিনা কেন?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।