আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুর সীমান্ত থেকে যুবককে নিয়ে গেছে বিএসএফ

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বিরামপুরের ঘাসুরিয়া সীমান্তের কাছ থেকে আশরাফুলকে (৩০) নিয়ে যায় বিএসএফ।
তাকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আশরাফুল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ার কালুপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশরাফুলসহ আরো চারজন সীমান্তের ২৮৮ মেইন পিলারের কাছে গেলে বিএসএফ আগ্রা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন।
এ সময় অন্যলা পালিয়ে আসতে পারলেও আশরাফুল ধরা পড়েন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.