আমাদের কথা খুঁজে নিন

   

মজারে মজা, মজা আনলিমিটেড



আজকে ১৩৭০ দিন পরে প্রথম হরতাল পালিত হচ্ছে। গতকাল এটা নিয়ে বস সবার মতামত নিলো যে আমরা সবাই অফিস করবো কিনা। সামনে একটা প্রোজেক্টের ডেডলাইন থাকাতে আমরাই বললাম যে অফিস করি। দেখি চেষ্টা করে আসা যায় কিনা। কারন কেউ ই বুঝতে পারছিলাম না এতদিন পরে হরতাল কি না কি হয়।

প্রচন্ড ঝুকি আছে জানি। তবুও নিজের দায়িত্বের কারনে আজকে সকাল ৯ টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। উত্তরা এসে দেখি পুরা ফাকা রাস্তা আর সিএনজির পাশাপাশি সামান্য কিছূ পাবলিক বাস চলছে। ডানে বামে ভাল করে তাকিয়ে দেখার চেষ্টা করলাম যে কোন প্রকার ঝামেলা আছে কিনা। না নেই।

বাসে উঠে পর মনে হলো ড্রাইভার সাহেব পুরা উড়াল দিলো। সে কি টান। ভাইরে মাত্র ১০ মিনিটে মহাখালী। মনে হলো এ যেনো কোন স্বর্গ নগরী। লোকজনের দৌরাত্য নেই, বাসে চাপাচাপি নেই, রাস্তায় জ্যাম নেই।

সে কি মজা। চিৎকার করে বলতে উচ্ছা করছিল মাজারে মজাআআআআআ। ভাবলাম প্রতিদিন যদি এমন হতো................ কিন্তু পরক্ষনেই নিজেকে নিজে প্রশ্ন করলাম, সত্যিই কি এমন মজা প্রতিদিন হওয়া উচিত? অবচেতন মন বললো "না"। কেনো? এমন স্বর্গ নগরী পেয়েও মন এমন কথা বললো কেনো? উত্তর পেলাম একটাই যে মজা দেশের জন্য ক্ষতিকর, দেশের উন্নয়নের প্রতিবন্ধক সে মজা আমরা চাই না। আমরা লোকারন্য চাই, জ্যাম চাই, কষ্ট চাই, তবুও দেশ এগিয়ে যাক।

আমাদের হাজারো কষ্টে যদি একদিন এই দেশ দুনিয়ার বুকে মাথা তুলে দাড়ায় তবুও আমরা খুশি। তবুও হরতাল চাইনা, হাঙ্গামা চাই না, নোংরা রজনীতি চাই না। চাই একটা সুন্দর, সুস্থ পরিবেশ যেখানে দেশের উন্নয়ন ও উৎপাদন এগিয়ে যাবে নির্বিগ্নে। আজকে আমি মজায় মজায় অফিসে আসলাম না জানি কতজন লোক একজকে হতাহতের স্বীকার হবে। না জানি কতগুলো গাড়ী পুড়ে ছাড়খাড় হবে।

না জানি......... না জানি.......... না জানি.......... আরও কতকিছু।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।