আমাদের কথা খুঁজে নিন

   

অসচেতনতা অথবা কিছুটা গাফিলিতির কারনে হারাতে পারেন ভালোবাসার মানুষ কে

সমাজের সব ভাইরাস থেকে মুক্তি চাই, জীবন এর এই ভাইরাস গুলো জীবন টা কে স্থবির করে দিতেছে কিছু কিছু রিলেশন এর ব্রেক আপ হওয়ার কারন- তাদের রিলেশন টা হয় কলেজ লাইফ এ , এর পর ইউনিভার্সিটি যাওয়ার পর ছেলেটা কিংবা মেয়েটা একটু ভালো কোথাও chance পাইলে আর কথা ই নাই। ছেলেটা/ মেয়েটা কে পাত্তা ই দেয় না। অথবা নতুন বন্ধুত্ব থেকে নতুন সম্পর্ক- এক সময় তাকে ভূলে যাবে অথবা অন্য দিকে যাবে। ভালোবাসতো যে মানুষ টা কে তার অজান্তে হয়ত রাতের পর রাত অন্য আর এক জনের সাথে বন্ধুত্বের উছিলায় কথা বলে ই যায়, সেটা এক সময় প্রেমে রূপ নেয়। আর আগের মানুষ টা জানতে ও পারে না কি ঘটে যাচ্ছে।

যখন জানতে পারে তখন আর কিছু ই করার থাকে না। ছেলে কিংবা মেয়ে উভয় ক্ষেত্রে ই এই টা ঘটে। তবে মেয়েদের বেলায় বেশী হয় ব্যাপারটা। কারন একটা ছেলে যত সহজে একটা মেয়ের সাথে কথা বলতে না পারে, ঠিক তত সহজে একটা মেয়ের কাছে আসার জন্য নতুন করে ছেলেরা অপেক্ষায় থাকে। তখন মেয়েটা ভাবে আগের জন থেকে এই খানে বেশী পাচ্ছি।

আবার ছেলেদের ক্ষেত্রে হয় যে "দূর এক জিনিস আর কত" এই প্রবনতা থেকে তারা বর্তমান প্রেমিক/ প্রেমিকার অগোচরে নতুন করে সম্পর্ক তৈরী করে। এ ক্ষেত্রে পরিনত বয়সের কারনে ও হয়ে থাকে। কিশোর বয়সের চিন্তা চেতনা আর পরিনত বয়সের চিন্তা চেতনার পার্থক্য থাকে। তবে বেশীর ভাগ সময় ই ঘটে ফ্লেভার চেঞ্জ এর ব্যাপার দাড়াঁয়। দীর্ঘ দিন রাতের বেলা ফোনালেপ কারনে পর-পুরুষ কিংবা পর-নারীর প্রতি আকর্ষিত হইয়া পুরোনো সম্পর্ক অনেকে ভেঙ্গে দেয়।

আসলে এর জন্য দায়ী করা যেতে পারে ইন্ডিয়ান টিভি সিরিয়াল কে। মেয়ে গুলা ভাবে তাদের বয়ফ্রেন্ড হতে হবে সিরিয়াল এর নায়ক দের মত। । আর ছেলেগুলা ভাবে কয়েক টা প্রেম করা লাগবে, ফ্লেভার চেঞ্জ করা লাগবে। সব টুকু ই আমাদের সংস্কৃতিতে এসে পড়েছে।

( আমার খুব কাছের কয়েক জন ফ্রেন্ড কে শুনেছি ওরা নাকি বিবাহিত মহিলাদের সাথে পরকীয়া প্রেম করছে। যা কিনা সেই ভারতীয় সংস্কৃতি) রিলেশনশীপ ব্যাপারটা এমনি তে চরিত্রের অবক্ষয় ঘটায়, আর সেটা যদি কয় দিন পর পর চেঞ্জ এর কালচার চলে আসে তাইলে তো আর ও অবস্থা খারাপ। তবে এই ক্ষেত্রে আপনার প্রেমিক/ প্রেমিকা রাতের বেলা দীর্ঘক্ষন আর সেটা যদি নিয়মিত ভাবে ই ওয়েটিং পান তাহলে শুরুতে ই সাবধান হন। তা না হলে জল বেশীদূর গড়িয়ে গেলে কিছু করার থাকবে না। বিঃ দ্রঃ আমার ব্যক্তিগত অভিমত থেকে বলা।

কাকতলীয় ভাবে কার ও সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফেইসবুকে অনেক দিন আগে লিখা টা লিখেছিলাম। View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।