আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্যের কথা ভাবুন



স্বাস্থ্যের কথা ভাবুন স্বাস্থ্য সচতেন হউন। মাদক কখনই নয় মাদকে ধবংসই হয়। নিরত মাদক গ্রহণ জাতির তরে রক্তক্ষরণ। ক্রমাগত মাদক গ্রহণ জাতির ভবিষ্যৎ ধবংস করণ। মাদক স্বাস্থ্যের জন্য ফাঁদ জাতির জন্য ভয়ংকর খাদ।

মাদক নেশার উপকরণ টেনে আনে জাতির মরণ। মাদক গ্রহণের প্রবণতা বাড়াচ্ছে এর সহজলভ্যতা। তরুণ প্রজন্মের কৌতুহল ক্রমাগত বাড়ছে যেন প্রবল। বন্ধু-বান্ধবের চাপে পড়ে অনেকেই মাদক হাতে ধরে। এরুপে মাদক হাতে ধরে তরুণরা নিজেকে ধবংস করে।

মাদকের কাছে নিয়ে আশ্রয় জীবনে ডেকে আনে বিপর্যয়। এভাবে আত্মবিশ্বাস হারায় হয়ে পড়ে নিরুপায়-অসহায়। কখনো দেখা দেয় বিষন্নতা কখনো বা বিপুল উৎফুল্লতা। কখনো দেখা দেয় অবসন্নতা শরীরে ধরা পড়ে ভীষণ দুর্বলতা। অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্থ হয় দারুণ এইচআইভি/এইডস হয় সংক্রমণ।

বন্ধ করতেই হবে মাদক উৎপাদন নইলে পায়া যাবেনা সুস্থ্য জীবন। মাদক ব্যবসার অনেক বখরা জানিনা, এ বখরা নেয় কারা! মাদক ব্যবসার অনেক বড় জাল জাতির জন্য খুঁড়ে যাচ্ছে খাল। যারা এ ব্যবসায় আছে জড়িত তাদের বিবেক হয় নাকি তাড়িত? ভারত থেকে মাদক আসে এক শ্রেণী মেতে আছে উচ্ছাসে। ক্রমেই মাদকের হচ্ছে বিস্তার বেকাররা হচ্ছে মাদকের শিকার। দরকার সামাজিক আন্দোলন আন্দোলনই করে দেবে সংশোধন? উৎস: দৈনিক পত্রিকা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.