আমাদের কথা খুঁজে নিন

   

অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা একজন রাজনীতিবিদ / নেতা / নেত্রীর একটি কাল্পনিক ভাষণ : জনসংখ্যা একটি দেশের জন্য অভিশাপ নয় ; আশীর্বাদ । এই লজিক অন্যদেশের জন্য প্রযোজ্য । কিন্তু আমাদের এই সুজলা সুফলা শস্য( এইডা খালি আমাগো জইন্যে ) শ্যামলা বাংলাদেশের জন্য এই যুক্তি প্রযোইজ্য নয় ! এদেশের লোকজন আরামপ্রিয় , আকাইম্মা , আইলসের ধাড়ী । এরা খালি বইসে বইসে খাবে ,পরনিন্দা কইরবে আর নাকডাকি ঘুমাইবে। ( আসলে ৯ টা – ৫ টা অফিসে খাটুনি খাটে যারা , যারা ভোর থেকে মাঝরাত অব্দি রিক্সা চালায় , কারখানায় কাজ করে ...... এসব সাধারণ মানুষকে ওনারা আকাইম্মা বলেননি , বলেছেন নিজেদেরকেই।

) তাই আমাদের মহান দল ( সরকারি / বিরোধী ) জনসংখ্যা কমানোর মহতী উদ্যোগ নিয়েছে । আমরা তাই লোকজন গুম করতেসি , হরতালের আগের দিনই গাড়ীর ভিতর মানুষ পুড়াইয়া শুধু জনসংখ্যা নয়, যানজট নিরসনেও একধাপ এগিয়ে যাচ্ছি । পিকেটারদের আক্রমণে ট্যাক্সি ড্রাইভারকে ও উপ্রে পাঠাইয়া দিচ্ছি। আমাদের এই জনকল্যাণমূলক কাজের বাহবা একটু দিবেনা না ? আইজ ঐ ড্রাইভার আমাদের প্রজেক্টের টার্গেট হইসে । কাইল আপনেও এই মহতী কাজের টার্গেট হইতে পারেন ।

রেডি থাইকেন । আমরা আসতেসি আপনার কাছে ............ । দলগুলোর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাইতে আমরা দ্বিধাবোধ করতাম না যদি প্রক্রিয়া টা উনারা নিজেদের ঘর থেকে শুরু করতেন । এইতো , আপনাদের আশেপাশে ( নিজেকেও দেইখেন ) কতশত ছিঁড়া খেতা ...... মানে ...... আকাইম্মা নেতা পইড়া আছে। কে ভাল কে খারাপ সেটা তো আমরা আর পুরাপুরি জানিনা , তবে জানেন আপনারা ।

যেগুলা দুর্নীতি কইরা খালি ভুঁড়ি ফুলাইতেসে , সেগুলারে দিয়াই শুরু করেন !! একটা বিহঙ্গ পরিবহনের বাসে উঠাইয়া আগুন দিয়া দেন । দেখবেন , ওগো নিজের মাইয়া পুলাও কান্নাকাটি করবো না । আর আমরা তো হাততালি দিব । আর যদি আপনি নিজেরেই উৎসর্গ করতে চান , সেইক্ষেত্রে তো আরও সাধুবাদ জানাইবে সবাই । এতদিন কুকাম কইরা যত বদদোয়া কামাইসেন , তার প্রায়শ্চিত্তও হইয়া যাবে কিছু কিছু ।

জনগণ দুইহাত তুলে দোয়া দিবে গো ! বাস ড্রাইভার বদর আলী, ট্যাক্সি ড্রাইভার রশিদ – এদের পরিবারের কান্না শুইনা আপনেরা কানে তুলা গুঁজলেও আমরা তো পারিনা । আপনেরা নিজেদের বাপ , ভাই , সোয়ামীর কথা কইতে কইতে আবেগাপ্লুত হইয়ে যান । কন , স্বজন হারানোর বেদানা( ! ) আপনেরা বুঝেন ! কই , একবারও তো কইতে শুনলাম না ওদের কথা যাদের কে কোন দোষ না কইরা মরতে হইল ! এইদিন দিন না গো , আরও দিন আছে । এই কথাটা প্রমাণ হইতে আর বেশি বাকি নাই । দুইদলরেই কইতেসি ।

সম্পর্ক দৃঢ় করতে এই দেশে যান , হেই দেশে যান , হরতালরে কেন্দ্র কইরা নোটের পর নোট পকেটে ঢুকান ......... বাড়িত গিয়া মুরগীর ঠ্যাং চিবান । আর গরীব মানুষ গুলা আয়রোজগারের পথ না পাইয়া পারলে ক্ষুধায় নিজের ঠ্যাং চিবায় !! স্পিড ব্রেকার লাগাইয়া সেটা রঙ করার তাগিদ নাই , ইচ্ছামত দুর্ঘটনা ঘটতেসে । ইস্তেফা দেয়া মন্ত্রীরে মাসে মাসে বেতন পাঠাইয়া গরীবের পেটে লাত্থি মারতেসে নাকি দেশের এতো সমস্যা চোখে পড়ে না যে টাকা কই ঢালতে হইবে সেটা বুঝতে পারতেসেনা! মন্ত্রী নিজেই থাকতে চান না এই দুর্নীতি আর অরাজকতার মাঝে , সেটা কি দলের লোকজন বুঝে না ? টাকা গুলা তো আমাগো বাপের । আর কারো বাপের না ! এমনে কইরা ৪০ বছর চলসে বইলা যে আরও ৪০ বছর চলব সেটা ভাবার কোন কারন নাই । কেন জানি মনে হইতেসে , এর একটা শেষ সবাই দেখবে।

তেল বাইড়া গেলে সেটা কমানের জন্যে ঘানি আছে । নিংড়াইয়া তেল বাইর হয়ে যাবে । একভাবে না একভাবে তেল কমবেই । অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ! তাই কই , এতো অরাজকতায় ফেড আপ হইয়া যদি নিজেরে উৎসর্গ করার খায়েশ জাগে , তাইলে বইলেন । আমরা ফুলের মালা নিয়া হাজির হব।

দুর্নীতিবাজদের গায়ে আগুন দিতে কারু হাত কাঁপবো না !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.