আমাদের কথা খুঁজে নিন

   

আত্বকথন – আরম্ভ

আমি বিশ্বাস করি ... .. .

সাহস করে শুরু করলাম । অবশ্য সাহসটা কতদিন থাকবে বলা মুশকিল । নিজের না বলা কথা যা কাউকে বলতে পারিনা , যেটা শুধুমাত্র diary এর পাতাতেই থেকে যায় সেগুলিই এখানে লিখব । হতে পারে নিরস দিনের বর্ণনা , অথবা একঘেয়ে অনুভূতির প্রকাশ । শুরু করছি এই অনেক ।

সবকিছুরইতো একটা শুরু থাকে । হয়তো আর এগোয়না , হয়তো মাঝপথে থেমে যায় , হয়তো চলতেই থাকে । আমার ক্ষেত্রে কি ঘটে দেখা যাক । আমি এখানে কাউকে চিনিনা । আমাকেও কেউ চিনেনা ।

কতটুকু সাড়া পাব জানিনা । কিন্তু আমাকে আশা করি থেমে যেতে হবে না । 25th june,10 0114 আজকের দিনটা শুরুই হয়েছে বাজে ভাবে । ভোরে ফজরের নামায পড়ে ঘুমোলাম , ঘুম থেকে উঠে যুহরের আজান শুনলাম । ইদানীং এরকম হচ্ছে ।

কিছুদিন আগেও ঘুম থেকে উঠতে আটটা বাজলেও মনে হত দেরি হয়ে গেছে । আর এখন ১০টার আগে ঘুম থেকেই উঠিনা । যাহোক , ঘুম থেকে উঠে চা নিয়ে pc এর সামনে বসলাম । fb তে গিয়ে একজনের pofile picture দেখে মন খারাপ হয়ে গেল । জোরে গান ছাড়লাম ।

একটু পর মা এসে জোরে গান ছাড়ার জন্য একটূ বেশিই বকা দিল যা সাধারণত করে না । মন খারাপ থেকে মেজাজ খারাপ হয়ে গেল । মেজাজ খারাপ নিয়েই জুম্মার নামায পড়তে গেলাম । নামায পড়ে বাসায় ফিরলাম । ভেবেছিলাম খাওয়া-দাওয়া করে বের হব ।

খুব ঘণিষ্ঠ এক বন্ধুর জন্মদিন ছিল , ওর বাসায় যাওয়ার কথা । কিন্তু মায়ের সাথে রাগারাগি হয়ে গেল , আমি না খেয়েই মন খারাপ করে বাসার থেকে বের হলাম । কিছু পরে বন্ধুটির বাসায় গেলাম । মন ভালো করার উদ্দেশ্যে অনেক সময় থাকলাম । এই দিনে আমার আরেক বন্ধুকে খুব miss করছিলাম ।

যে এখন একটূ দুরেই থাকে । যাই হোক দশটার দিকে বের হলাম বন্ধুর বাসা থেকে । বাসা কাছেই , হেঁটেই যাচ্ছিলাম । কে যেন আমার নাম ধরে ডাক দিল । তাকিয়ে ashtonished হয়ে গেলাম ।

৫ বছর আগে শেষ দেখেছিলাম । তারপর অন্যত্র চলে যাই , আর দেখা হয়নি । কিন্তু আমার বন্ধুটিকে ভুলতে পারিনি । কিভাবে ভুলব ? একসাথে যে কত কিছু করেছি ! সেসময় আমার একমাত্র বন্ধু সেই ছিল । এতদিন পর দেখা পেয়ে আমি এতটাই খুশি হই যে কি বলব বুঝতে পারছিলাম না ।

mobile number তো নিলামই । এরপর বাসায় ফিরলাম । আবার মায়ের সাথে রাগারাগি হল । মন খারাপ করে অনেক্ষন ঘরে বসে থাকলাম । একটূ পর মা এসে মাথায় হাত বুলিয়ে দিল ।

কিযে ভালো লাগল বলে বুঝাতে পারবনা । মন কিছুটা ভালো হল । পুরোপুরি কিন্তু হল না । এখনো হয় নি । কবে হবে জানিনা ।

আদৌ হবে কিনা তাও জানিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।