আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক কবিতা -১ [নাম -- আত্বকথন ]

বিদ্যাই বল আমি কবিতা লেখতে চাই একটি তাজা কবিতা যা আমার মনের অব্যাক্ত ভাব প্রকাশ করবে যাতে আমি আমার ক্ষোভ বর্জন করব না ভয় পাবেন না , আমি এতে পায়খানা করব না আমার কবিতা হবে সহজ , সরল গ্রাম্য মেয়ের হাসির মত অথবা শ্রমিকের প্রাপ্য মজুরি পাওয়ার হাসি আমার কবিতায় থাকবে না কোন দলাদলি আমার কবিতায় কোন কঠিন কথা থাকবে না কঠিন ভাব থাকবে না কিন্তু কি নিয়ে লিখব আমি এই কবিতা সব বিষয়ের উপরই তো কবিতা লেখা হএ গেসে তাহলে কি আমি বাল ফেলব না কবিতা আমাকে লেখতেই হবে আমি কবিতাকে কথা দিয়েছি ওকে আমি চটকাব লিখব আপন হাতে । কিন্তু এতগুলা লাইন লেখার পর ও কবিতার বিষয় পাচ্ছি না কি করা যায় । হুমমমমমম যে পরতাসেন তার সাথে কথা বলি , হে পাঠক , আপনার কখন অ কি মনে হয় না কিছু করি মনে হয় না যে সব বাধা ছিড়ে এগিয়ে যাই উন্নত দেশগুলার মত মনে হয় না দেশের সব আবালগুলারে লাত্থি মাইরা ফালাইয়া দেই মনে হয় না হইলে ঘাস খান আর যদি মনে হয় তাহলে এত ব্লগ না পইরা কিছু করেন । হুম কবিতা এখানেই শেষ করি । ঘুম ধরছে .।.।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।