আমাদের কথা খুঁজে নিন

   

আইনের শাসনের রুপ রং.....................



আইনের শাসনের এবং শাসনের আইন মধ্যে কে আমাদের এই ব্যবধানকে স্পষ্ট করবে সংবাদপত্রের বাক স্বাধীনতা এবং অধীনতার মধ্যে কে আমাদের এই ব্যবধানকে স্পষ্ট করবে রাষ্ট্রযন্ত্র !............. তাতো এখন ভাবতে কষ্ট লাগছে যেখানে একটি পুরো রাষ্টযন্ত্রের কাছে একজন ব্যক্তির শুধু লেখনী এতো তিতো এতো তিতো .......... গিলতে পারছে এত্তো বড় একটি রাষ্ট্রযন্ত্র তাইতো দেখি শুধুই তাঁর লেখনীর কারণে তাঁকে প্রথমে গ্রেফতার, তারপর মামলা, তারপর শুধু রিমান্ড (দৈহিক ও মানসিক নির্যাতনের আধুনিক সংস্করণ) এরপরও রিমান্ড .............................. আর কত?........... বলছিলাম সেই হতভাগা জাতির হতভাগা রাষ্ট্রযন্ত্রের একমাত্র বিষপোড়া মাহমুদুর রহমানের কথা। ধিক রাষ্ট্রের এই হীনমন্যতাকে, ধিক প্রগতির শীর্ষবিন্দুতে অবস্থানকারী সেই সকলদের যারা শুধু আদর্শের ভিন্নতা কারণে এতোটুকুই অন্ধ যে ভ্ন্নি মতের কেউ যে সত্যও বলতে পারে তা মানতে নারাজ। এটা কি তাদের আদর্শের রং রুপ......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.