আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টাইন ভঙ্গুর, দুর্বল এবং নাদান রক্ষনভাগ

সভ্যতার প্রান্তে দাঁড়িয়ে পিছু ফিরে চলেছি

আর্জেন্টিনা কে বিশ্বকাপ জয়ের জন্য আর মাত্র ৪টি ম্যাচ জিততে হবে। সমর্থকদের ২৪ বছরের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে পোষ্টের সুত্র ধরে এই লেখাটা। পোষ্টে সবাই মোটামুটি একটা ব্যাপারে একমত যে আর্জেন্টিনার রক্ষন নাকি খুব দুর্বল। কিছু নমুনা- সাঈফ শেরিফ বলেছেন: এই মানের ডিফেন্স নিয়ে আর যাই হোক সেমিফাইনারের গন্ডি পার হওয়া অসম্ভব। মোস্তাফিক বলেছেন: আপনার আর্জেন্টিনার জন্য শুভ কামনা রইল।

আমরা চাই সুন্দর খেলা। তবে আর্জেন্টিনার গতকালের খেলার মান ভাল ছিল না। আর ওদের ডিফেন্স খুবই র্দুবল। এই জিনিসটা ওদের সমস্যায় ফেলতে পারে। লেখক বলেছেন: আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আপনার সাথে একমত।

তেলাপোকা বলেছেন: আর্জেন্টিনার ডিফেন্সের কথা বলছে, আর্জেন্টিনা কয়টা গোল খেয়েছে? ৩ খেলায় ক'গোল হজম করলো আর্জেন্টিনা। গতকালকে গ্রিস ৯ জন ডিফেন্ডার দিয়ে খেলেছে। হুটহাট একটা বল পেয়ে ষ্টাইকার বাবাজি একাই দৌড়েছে। যেখানে আর্জেন্টিনা ২২টা শট নিয়েছে সেখানে ওরা হাতে গোনা এক হালি। তাও শট বলা যায় না।

তবে গ্রীসের গোলকীপার দারুন কিছু শট ঠেকিয়ে দিয়েছে। লেখক বলেছেন: সহমত। তবে আর্জেন্টিনার ডিফেন্স টা চিন্তার বিষয়ই বটে। লেখক বলেছেন: আর্জেন্টিনার এটাক, ব্যালান্স, কন্ট্রোল খুব ভালো কিন্তু তুলনামুলক ভাবে ডিফেন্স টা দুর্বল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই সাইড ও আপগ্রেড করতে হবে।

আমার কিছুতেই মাথায় ঢুকেনা আর্জেন্টিনার রক্ষন শক্ত না দুর্বল এটা প্রমান হইল কেম্নে? অদের তো কোন পরীক্ষাতেই ফেলতে পারলোনা কেউ। কিন্তু সবার কাছে নাকি এটা স্পস্ট তাদের ডিফেঞ্ছ দুর্বল এবং গেয়ে যাচ্ছে ওগো ডিফেঞ্ছে সমস্যা, এতো ভঙ্গুর, দুর্বল। আর্জেন্টিনার ডিফেঞ্চে প্রবলেমটা কি? কেউ খুলে বললে ভালো হয়, আমি বুজতেছিনা। আমার তো বেশ জমাট ই মনে হ্ল। কোরিয়ার সাথে গোলটা একটা ভুল বুঝাবুঝি।

এছাড়া তাদের রক্ষনে তো কোন সমস্যা দেখিনাই। যেখানে স্যামুয়েলস, হেইঞ্জ, দেমিছিলেস, রড্রিগুয়েজ খেলে সেই ডিফেঞ্ছ তো অন্যতম সেরা হবার কথা এবং তাদের সে রকম সলিড বলেই তো মনে হলো। ফাইনালে যাওয়া না যাওয়া অন্য ব্যাপার। পত্রিকাওয়ালারা লিখলেই ডিফেঞ্ছ দুর্বল হয়ে যায়না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.