আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাডোনা দুই হাতে ঘড়ি পরেন কেন? শুনেছি,এক ঘড়িতে তার আর্জেন্টাইন টাইম, আরেকটাতে বাংলাদেশী।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

# ঠিক কোন হাতে ঘড়ি পরলে ফ্যাশনটা জবরদস্ত হবে, তা এখনও স্থির করতে পারেননি বলে। # তার হাতকে বলা হয় ঈশ্বরের হাত। তাই একটু বেশি গুরুত্ব। # এক ঘড়িতে তার আর্জেন্টাইন টাইম, আরেকটাতে বাংলাদেশী। তিনি লক্ষ্য রাখেন, বাংলাদেশে তার অসংখ্য অনুরাগী সঠিক সময়ে খেলা উপভোগ করতে পারছে কিনা? এতে তিনি খুশি হন এবং কোচিংয়ে বিশেষ উৎসাহ বোধ করেন।

# ব্যস্ত ম্যারাডোনা সময় দেখতে কখন কোন হাতের দিকে তাকান তা তো বলা যায় না। তাই ভুলে সে কোনও হাতে তাকালেই যাতে মিস না হয়, সময় নষ্ট না হয় তাই এই দুই ঘড়ি পলিসি। # মেসিকে উৎসাহ দেয়ার জন্য এই ব্যবস্থা। তিনি খেলার আগে মেসিকে ঘড়িগুলো দেখিয়ে বলেন, গোল করলেই ঘড়ি পাইবা। যত গোল তত ঘড়ি।

# ম্যারাডোনার দুই মেয়ের গিফট দুই ঘড়ি। দুজনের প্রতি সমান ভালবাসা দেখানোর জন্য এই অবস্থা তার। # এগুলো আসলে ঘড়ি না। ম্যারাডোনার এক আধ্যাÍিক গুরু সময় বাবার দেয়া আশীর্বাদ বিশেষ। তাই সঙ্গে রাখা।

# ম্যারাডোনার বয়স হয়েছে। বাতের ব্যথার প্রকোপ আছে কিঞ্চিৎ। সেই ব্যথার জন্যই এই ব্যান্ড। # ম্যারাডোনা সাউথ আফ্রিকার ফুটপাত থেকে সস্তায় একাধিক ঘড়ি কিনে ফেলেছেন। এখন টাকার সদ্ব্যবহার করছেন।

# ম্যারাডোনার একটা ঘড়ির দোকান আছে দেশে। সাউথ আফ্রিকায় সেসব বাজারজাত করার ইচ্ছা থেকেই দুই হাতে ঘড়ি পরে সেসবের মার্কেটিং চালাচ্ছিলেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.