আমাদের কথা খুঁজে নিন

   

স্পেন ,হান্ডুরাস কে সহজেই হারালো । পরিচ্ছন্ন এবং শৌল্পিক ফুটবল।

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !

স্পেনের সাবলীল খেলায় সহজেই হান্ডুরাস কুপকাত । ব্যাবধান ২-০ । ব্যাবধান টা আরও কয়েকগুন বেশি হতে পারতো । এখানে একটা বিষয় লক্ষনীয় পরিচ্ছন্ন এবং সাবলীল খেলা । আক্রমনের প্লেনিং নিখুত শুধু ফিনিশিং এর অভাবে কিছু গোল হাতছারা হয়েছে । গত দুই খেলায় স্পেন একটিও হলুদ কার্ডের মুখমুখী হয়নি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।