আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধাশ্রম

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গতকাল ছিল বাবা দিবস। বাবাকে নিয়ে আমাদের আবেগ-অনুভূতি-ভালোবাসার অনেক কিছুই আমরা প্রকাশ করেছি। কিন্তু বাবা আর সন্তানের এই সম্পর্কের একটা উল্টা পিঠও যে আছে সেটার কথা কি আমরা কেউ ভেবেছি? আমি ইচ্ছে করেই গতকাল এই পোস্টটা দিইনি। আজ দিলাম।

আমারও তো মনে হয় বাবা আর সন্তানের এমন সম্পর্ক বাবা দিবসে আমাদের জন্য বিরাট বড় পরিহাস! বাবা শুধোয় ছেলেকে বল দেখি, কত ভালোবাসিস আমাকে। দশ বছরের কচি বালক উত্তর দেয় ঝটপট। কেন বাবা, তুমি যেমন ভালোবাসতে দাদুকে আমিও তেমনি ভালোবাসি তোমাকে। সেই খাঁচাটি আমি রেখে দিয়েছি আজও তোমাকে বয়ে নিতে লাগে যদি কখনও। বৃদ্ধাশ্রমে দাদুর খোঁজ তুমি যেমন করো আমার ভালোবাসাও পাবে তেমনি অপেক্ষা করো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।