আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলকে ঢাবি ক্যাম্পাসে আসতে বারণ করে দিয়েছে ছাত্রলীগঃ ছাত্রদলের শিক্ষা হওয়া উচিত!



ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বারণ করে দিয়েছে ছাত্রলীগ। গতকাল ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এলে তাদের অতীত কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে ক্যাম্পাসে আসতে নিষেধ করে ছাত্রলীগ। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ছাত্রদল ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল মতিনকে গত ১৮ জানুয়ারিতে ছাত্রলীগের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানায়। মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রদলকে ক্যাম্পাসে আসতে দিবে না বলে তারা জানিয়ে দেয়। সকাল ১১টায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল ইসলাম রয়েল, রেজিন, রানা, মিশুসহ বেশ ক’জন ছাত্রদলের নেতাকর্মী মধুর ক্যান্টিনে এলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মধুর ক্যান্টিন থেকে বের হয়ে যেতে বলে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যান্টিন থেকে বের হয়ে হাকিম চত্বরে অবস্থান নেয়। এ বিষয়ে ছাত্রদল ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল মতিন বলেন, ছাত্রলীগ আমাদের সঙ্গে এমন আচরণ করবে আমরা ভাবতেও পারিনি। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বলেন, আমরা এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।