আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ুর পরিবর্তন এবং বিবিসির ডকুমেন্টারী - প্রথম পর্ব

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

প্রাককথন: কিভাবে এই ভিডিওগুলো পেয়ে যায় সে এখন আর মনে পড়ছে না। তবে ভিডিওগুলো আমার জন্য অনন্যসাধারণ একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। জলবায়ু পরিবর্তন যে কি দ্রুত হচ্ছে এবং কিভাবে যে হচ্ছে, কোথায় কোথায় কেমন করে এর প্রভাব পড়ছে বিবিসি বিশ্বঘুরে তারি কারণ অনুসন্ধান করেছে যার ফলশ্রুতি হচ্ছে এই ডকুমেন্টারী (৮টা পর্বে, প্রতি পর্বে ৪টা ভিডিও)। তারা অনুসন্ধান করেছে এই যে বিশ্বজুড়ে এত সব সমস্যা তার কতটা জলবায়ু পরিবর্তনের ফলে এবং কতটা অন্যান্য কারণে।

শহরগুলোর মাঝে ঢাকা শহরও রয়েছে যেটিও হয়তো আরেকটা কারণ হয়ে থাকবে আমার এই ডকুমেন্টারীটা এখানে পর্বানুসারে পোষ্ট করার পেছনে। প্রথম পর্বে দেখানো হয়েছে নাইজেরিয়ার লাগোস শহর। যেটি বিশ্বের অনেকগুলো দ্রুত বর্ধনশীল মেগাশহরগুলোর একটি এবং জলবায়ু পরিবর্তনের হুমকির সম্মুখীন। অভিভাসীদের জন্য তীর্থস্থানে পরিণত হওয়া লাগোস সমুদ্র লেভেলের উচ্চতা বাড়লে যে কোন সময় ডুবে যেতে পারে। এই পর্বে দেখানো হয়েছে কত দ্রুত মানুষ নগরকেন্দ্রিক হয়ে পড়ছে।

বলা হচ্ছে মানুষ homosepians থেকে homourbanios হয়ে উঠছে। এবং এই বর্ধিত মানুষের চাপ পড়ছে নগরগুলোতে। গ্রীণ হাউজ গ্যাসের নির্গমন বাড়বার একটা কারণ এই অভিবাসন। গ্রামাঞ্চল থেকে দলে দলে লোক আসছে নগরগুলোতে উন্নত জীবনের আশায়। অনেক সময় হয়তো বাধ্য হচ্ছে আসতে।

কারণ খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। দেখানো হয়েছে কিভাবে অনাবৃষ্টির হার দিন দিন বাড়ছে নাইজেরিয়ার কিছু কিছু জায়গায়, আর মানুষ কাজের অভাবে ছুটছে শহরের দিক। তাকে বাচতে তো হবে। এই অতিরিক্ত মানুষের চাপ সামলাতে লাগোস শহর হিমশিম খাচ্ছে। ট্রাফিক জ্যাম, বিদ্যুতের অভাব, পানির সমস্যা এই যেন আরেকটি ঢাকা নগরী।

আমাদের দেশের মতো তাদেরও বিদ্যুৎ বিতরণের একটা সরকারী সংস্থা রয়েছে যার নাম হচ্ছে NEPA। কিন্তু বিদ্যুৎ থাকার চাইতে না থাকার পরিমাণ বেশী বলে ঠাট্টা করে তারা এর নাম দিয়েছে Never Expect Power Always (NEPA)। জলাশয় দখল করে তার উপর বস্তি বানিয়েছে, যেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। নিজস্ব বিদ্যুতের জন্য বসাচ্ছে জেনারেটর। জানজটের কারণে বাড়ছে স্কুটারের ব্যাবহার এবং এই সব মিলিয়ে চাপ পড়ছে গ্রীণহাউজ গ্যাস নির্গমনের উপর।

লাগোস শহরের যানজট নিরসনের একটা প্রচেষ্টা দেখে তাক লেগে গিয়েছিল। কারণ ব্লগের ফারহান দাউদ একবার এমনি একটি প্রস্তাবনা দিয়ে পোষ্ট দিয়েছিলেন। প্রস্তাবটা ছিল গণপরিবহনের জন্য স্বতন্ত্র্য লেইন। আগ্রহীরা পোষ্টটি পড়ে দেখতে পারেন। যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ **পরের পর্বে থাকবে ঢাকা নগরী।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.