আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাস ঘাটতি

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

এক সময় বলা হত বাংলঅদেশ গ্যাসের উপর ভাসছে। চিন্তাভাবনা চলছিল গ্যাস রপ্তানি করার। কিন্তু রপ্তানি না করেই গ্যাসের বর্তমান অবস্থা খুবই নাজুক। নতুন গ্যাস কুপের সন্ধান না পাওয়া গেলে এই মহামূল্যবান সম্পদটির অপর্যাপ্ততার কারনে আমাদের কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, দেশে দৈনিক গ্যাস ঘাটতির পরিমাণ প্রায় ৫০ কোটি ঘনফুট।

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ২৫০ কোটি ঘনফুট। আর উৎপন্ন হচ্ছে ২০০ কোটি ঘনফুট। সাংসদ গিয়াসউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ২০১৪ সালের মধ্যে ছয় হাজার ৮২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্যাস, কয়লা, ডিজেল, ফার্নেস অয়েল, ফুয়েল ও নবায়ণযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এ বিদ্যুৎ উৎপাদন করা হবে।

মন্ত্রী জানান, বর্তমানে গড়ে প্রতিদিন তিন হাজার ৮০০ থেকে চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে ৪৪টি বিদ্যুকেন্দ্র রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.