আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনা



সময়ের পরতে পরতে যে জীবন যাপিত , নানা রঙের আনন্দ ব্যাথায় যা শোভিত । স্মৃতির উদগিরনে রক্তিম আঁখি পট , ক্লান্ত বিকেল খুঁজে ফেরে ভোরের মেঠোপথ । চির আঁধারে হারাবে যদি সকল কলা , নিঃসঙ্গতা ভেঙ্গে হোক প্রার্থনা এ বেলা । জ্বলে পুড়ে ক্ষয় হোক সকল গ্লানি আর জরা , নিঃষ্পাপ হোক নতুন জীবনে ফেরা । হিসেব লেখার খাতা এল ফুরিয়ে , শেষটাতে জের দাও চুকিয়ে । হে দাতা,হে মহান ত্রাণকর্তা , ণত তোমাতে এ তাপি সত্বা । আলোকিত সে দ্বার দাও খুলে , সুন্দর ক্ষমা একে দাও সব ভুলে । হে পবিত্র হে সর্বঙ্গ সত্তা , বিধৌত করে দাও এ আত্বা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।