আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনা

দেব-এর জীবেনেও এমন ধোয়াই চারপাশে ঘিরে ছিলো। এই মাসে আর ব্লগে আসতে পারছিনা।

সকালে চোখের নজর পড়েছিল শুকনো নীল আকা‍শের দিকে দুপুরে সূর্য লুকোচুরি খেলছিলো। আস্তে আস্তে আমার মনে বিষন্ন ছায়া নামছিলো… হঠাৎ আমার মনটা হলো কালো আকাশে জড় হলো মেঘ কালো চারিদিকে বইছে বাতাস বলছে আমায়, আমি মেঘ- মনটা তোমার খারাপ, লুকিয়ে রেখেছো তোমার অশ্রু তোমার অশ্রুকে ছুয়ে করতে চাই নিজেকে অর্থবহ তোমার মন ভালো না বলে আমার আশা, সঙ্গ পাত্তয়ার আশা। আমি বলি, অশ্রু তো আমি ঝড়াবোনা।

প্রিয়ার প্রার্থনা ছিল, আমার চোখের জল সহ্য হয়না। আমি চাই না- আমার চোখের জল কারো কষ্টের কারণ হোক। তাই তো আমার অশ্রু কারো দেখা দেয়না। লুকিয়ে রেখেছি মনের কোণে, -রাখব আজীবন। মেঘ, তোমার অশ্রু ঝড়াতে দিব না, কারণ তোমার অশ্রু মনে করিয়ে দেয় আমার হারানো প্রিয়ার ছোয়া।

বলতে পার আমি স্বার্থপর- দু:খের স্বাদ আমিও নিয়েছি, এর ব্যাথা আমিও নিয়েছি। আমার প্রার্থনা তুমি বৃষ্টি হয়ে ঝড়ে পড়না। এ প্রার্থনা আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত। একি, কালো মেঘ আমার প্রার্থনা রাখল না মেনে নিতে পারলনা আমার দু:খ গুলোকে। আমার বেদনায় ব্যথিত হয়ে অশ্রু ঝড়ালোই।

আমার দুঃখে কেদনা মেঘ -কেদোনা। তোমার এই কান্না আমার প্রিয়াকে কাদায়। কাহাকে কি বলি, কেহ আমার প্রার্থনা রাখল না, রাখল না আমার কথা । তাহলে কি প্রার্থনা করলে হবে আমার মুক্তি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।