আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ সাশ্রয় এবং বিল হ্রাসে ৭ওয়াট এনার্জি সের্ভিং বাল্ব (রি পোস্টেড)



প্রচলিত ফিলামেন্ট বাল্ব এ বিদ্যুৎ শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তিরত হয়। আলোক শক্তি কাজে লাগে আর তাপ শক্তির শুধু শুধু আপচয় ঘটে। এ ছাড়া ফ্লোরোসেন্ট ল্যাম্প এ ইলেক্ট্রম্যাগেনিটক ব্যালাষ্ট থাকায় বিদ্যুৎ এর কিছু আংশ আলোতে এবং বাঁকি আংশ তাপ শক্তিতে রূপান্তিরত হয়। আথচ সিএফএলএ (কম্পাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প ) ইলেক্ট্রনিক্স ব্যালাষ্ট থাকায় বিদ্যুৎ শক্তি আলোক শক্তি ও কম তাপ শক্তিতে রূপান্তিরত হয়। ফলে ফিলামেন্ট বাল্ব এবং ফ্লোরোসেন্ট ল্যাম্পের তুলনায় এনার্জি সেভিং বাল্ব-এ আলোক শক্তিতে রূপান্তরিত করতে বিদ্যুৎ খরচ আনেক কম (৮০%) হয়।

বাজারে প্রাপ্ত ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব প্রকৃত পক্ষে ৩৫ওয়াট ফিলামেন্ট বাল্বের সমান আলো দেয়। তাই বর্তমানে বাসা বাড়ির সকল বাল্ব ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব দিয়ে প্রতিস্থাপন করলে প্রয়োজনীয় আলো পাওয়া যাবে, একুইসাথে বিদ্যুৎ বিল কম হবে। সবায় এ বাল্ব ব্যবহার করলে সামগ্রীকভাবে সারাদেশে বিদ্যুৎ সাশ্রয় হবে, একইসাথে দেশ শেবা হবে। বর্তমানে প্রচলিত ১টি ২৩ওয়াট এনার্জি সেভিং বাল্বের পরিবর্তে ৩টি ও ৪০ওয়াট ফিলামেন্ট বাল্বের পরিবর্তে প্রায় ৬টি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে প্যাঁচানো ৭ওয়াট এনার্জি সেভিং বাল্ব ভাল আলো দেয়।

১বছেরর গ্যারান্টি দেয়া ৭ওয়াট বাল্ব বর্তমানে বাজারে প্রায় ১৬০টাকায় এবং গ্যারান্টি ছাড়া বাল্ব ১২০টাকায় পাওয়া যায়। বাসার সিলিং সাদা হলে ঝুলানো বাল্বে আলো ভাল হয়। বাসার সিলিং সাদা না হলে এ ক্ষেত্রে সাদা লাইটসেড বাল্ব হোল্ডারের সাথে ব্যবহার করলে বেশী আলো হয়। এছাড়া আটপেপার গোল করে কেটে তাতে সাদা কাগজ বা বিস্কিটের প্যাকেটের এলুমিনিয়াম ফয়েলের রূপালী দিক সামনে রেখে গাম দিয়ে লাগিয়ে মাঝখানে ছিদ্র করে বাল্ব হোল্ডারে সংযুক্ত করে লাইটসেড তৈরী করা যায়। বর্তমান বাজারে প্রাপ্ত প্রচলিত XLamp, Mainhouse, Tiger (ACME), ইত্যাদি বিভিন্ন ব্রান্ডের (6400K কালার. টে.) ৭ওয়াট প্যাঁচানো ১বছেরর গ্যারান্টি দেয়া বাল্ব ব্যবহার করা যেতে পারে।

দাম তুলনামূলক ভাবে বেশি হলেও এগুলো দীর্ঘস্থায়ী। এগুলো প্রায় ৮০০০ ঘন্টা চলে ও ফিলামেন্ট বাল্ব এর চেয়ে প্রায় ১০ গুণ টেকসই হয়। তাই প্রকৃত পক্ষে এ বাল্বগুলো ব্যবহার করা লাভজনক। বর্তমানে আমি বাসায সকল বাল্ব ৭ওয়াট এনার্জি সেভিং প্যাঁচানো বাল্ব ব্যবহার করে প্রয়োজনীয় আলো পাচ্ছি এবং এতে বিদ্যুৎ বিল পূর্বরে তুলনায় অনেক কম হচ্ছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.