আমাদের কথা খুঁজে নিন

   

কমিউনিটি ব্লগিংয়ের সাধ শেষ, now I leave

I realized it doesn't really matter whether I exist or not.

পরবর্তী পোস্ট দ্রষ্টব্য ব্লগার লেনিন ভাইয়ের কোনো একটি পোস্টের মন্তব্যে পড়লাম পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারঅ্যাকশনের মজা পেয়েই সেলফ হোস্টেড থেকে কমিউনিটি ব্লগিংয়ে বেশি অ্যাকটিভ হয়ে যান তিনি। একই ঘটনা ঘটে আমার বেলায়ও। ঢোল পেটাচ্ছি না, বরং আমার নিজের বানানো ও নিজের লেখা দিয়ে ভর্তি ব্লগ Life with Technology এর অ্যালেক্সা গ্লোবাল ট্রাফিক এবং সার্চ ইঞ্জিনে এর বেশ ভালো অবস্থান দেখলে আমার নিজেরই বেশ অবাক হতে হয়। এছাড়াও অবাক লাগে ফালতু কন্টেন্ট দিয়ে ভর্তি ব্যক্তিগত ব্লগ ও কীভাবে যেন প্রতিদিন প্রচুর ট্রাফিক পায় সার্চ ইঞ্জিন গুগল থেকে। কথা হচ্ছে, ব্লগগুলো সব ইংরেজিতে।

ইংরেজিতে আগ্রহ থাকায় ইংরেজি লেখার চর্চাই করি মূলত ব্লগ দু'টোতে। তবে বাঙালি হিসেবে বাংলার চেয়ে বেশি স্পষ্টভাবে মনের ভাব ব্যক্ত করা যে আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠে নি, এই কথাও স্বীকার করি অকপটে। তাই চাইলেই ওয়ার্ডপ্রেসের বাংলা ব্লগে মনোযোগ দিয়ে সেটাকেও ব্যস্ত করে তুলতে পারি। কিন্তু বাংলায় ব্লগ লিখতে গেলে প্রথম পছন্দ ছিল কমিউনিটি ব্লগিং প্লাটফর্ম। আর টেকনিক্যাল কারণেই পছন্দের শীর্ষে ছিল সামহোয়্যার ইন ব্লগ।

কিন্তু গত কয়েক সপ্তাহের সাফারিংয়ের পর এখন আমি বেশ টায়ার্ড। সঙ্গত কারণেই গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করতে হয়। আর গ্রামীণফোন ইন্টারনেট থেকে যে সামহোয়্যার ইন ব্লগসহ বেশ কিছু সাইট ওপেন হয় না, এই ঘটনা এখন প্রায় সবারই জানা। আমরা আলাদাভাবে গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগ করলে চিরাচরিত স্বভাব অনুযায়ী আমাদের অভিযোগ অগ্রাহ্য করে কাস্টমার ম্যানেজার। আমাকেই একবার কাস্টমার ম্যানেজার বলেছেন, 'দুঃখিত স্যার, আমাদের এখানে সাইটটি (সামহোয়্যার ইন ব্লগ) ওপেন হচ্ছে।

এছাড়াও কোনো রেস্ট্রিকশনও নেই এ ব্যাপারে। অতএব, সমস্যা আপনার কম্পিউটারে। তাই এই অভিযোগ আমরা নিতে পারছি না। ' ইচ্ছে করছিল দুই গালে দুইটা চড় দিতে। আমরা সত্যিই better alternative to GrameenPhone -এর জন্য ক্ষুধার্ত।

জানি না কবে আসবে সেই দিন। যাই হোক, সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ হয়তো গ্রামীণফোনের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করে কিছু একটা করতে পারতো। জিপি'র রাউটারে সমস্যা রয়েছে বলেই জানি, আর এই সমস্যার সমাধান করা সম্ভব কেবল যদি জিপি'র নজরে আনা যায় বিষয়টি। আর আমরা আম জনতা তো তা করতে পারবো না, তাই আশা ছিল সামু নিজ গরজেই কাজটি করবে। নোটিশবোর্ডের পোস্ট দেখে আশাবাদীও হয়েছিলাম।

কিন্তু কয়েক সপ্তাহ পরও কোনো উন্নতি না দেখে বুঝতে পারলাম নোটিশবোর্ড নামধারী লোক/লোকগুলোর মধ্যে আমাদের মতো সাধারণ ব্লগারের জন্য কোনো চিন্তাই নেই। এ যেন আরেক গ্রামীণফোন। জিপি কেয়ার করে না কাস্টমারদের, সামু করে না ব্লগারদের। যাই হোক, ঠিক করেছি কমিউনিটি ব্লগিং আর নয়। সামুতে প্রক্সি দিয়ে ঢোকা অসম্ভব।

এতো সময় নেই। যদি কখনো ডাইরেক্ট ঢোকা সম্ভব হয়, তাহলে হয়তো প্রিয় ব্লগারদের পোস্ট পড়বো এবং মাঝে-মাঝে মন্তব্যও করবো। কিন্তু সামুতে লেখালেখি এখানেই হয়তো শেষ। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত লেখার ইচ্ছে ছিল। কিন্তু আমার ধারণা আমি যা বুঝাতে চাচ্ছি তা ইতিমধ্যেই বুঝে নেয়ার ক্ষমতা বহু পাঠকেরই আছে।

তাই আর কথা বাড়ালাম না। সবাই ভালো থাকবেন। আমার লেখা মিস করলে আমার ব্লগের লিংকগুলো তো আছেই। আশা করছি আলাদা ব্লগে মনোযোগী হচ্ছি বলে আপনাদের মন্তব্য হারাবো না। ধন্যবাদ সবাইকে।

ভালো থাকবেন। দ্রষ্টব্যঃ পোস্টের মন্তব্যের উত্তর দেয়া সম্ভব নাও হতে পারে। এই মুহুর্তে অফিসে বিধায় পোস্ট লিখতে পারছি। বাসায় গিয়েই আর সামু ওপেন হবে না। সুতরাং.... মন্তব্য করুন পরবর্তী পোস্টে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।