আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক কমিউনিটি পুলিশ

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

জাগো ...........জাগো............ এই সব শব্দ করে একদল লোক গ্রাম এবং শহরের নিরাপত্তায় পাহারা দিত এই সেক্টরেও পরিবর্তনের ছোঁয়া। তবে,. এখন শুধু কমিউনিটি পুলিশ কার্যক্রম বাশীঁ দেশীয় লাঠী এবং টর্চ লাইট দ্বারা চলছে। এই সেবায় অভীজ্ঞ লোকজন নাই বললেই চলে। কিছু গরীব মেহনতী মানূষের কায়িক শ্রম দ্বারা পরিচালীত হয় নগর অঞ্চলের নিরাপত্তা। আধুনিক ফ্ল্যাট এপার্টমেন্ট আবাসিক এলাকায় সেবার মান অনেকটা উন্নত।

কিন্তু জেলা/উপজেলা এবং বিভাগীয় শহরগুলোতে বাড়ী ঘরের মালীকরা চাঁদা দিয়ে এলাকার কমিশনার অথবা কমিটির মাধ্যমে পরিচালনা করে। তাতে অভিজ্ঞতা না থাকায় এই নিরাপত্তা ব্যাবস্থায় বেশ দুর্বলতা পরীলক্ষিত হয়। এই দুর্বলতার মধ্যে সবচেয়ে বড় সমস্যা এই সেবার লোকদের মধ্যে পেশাদারীত্বের অভাব। পর্যাপ্ত প্রশিক্ষনের অভাব সহ জীবন বীমা বা তার নিজের নিরাপত্তায় মৌলিক অধীকার এর দায় কার ঘারে বর্তায়। একজন আরামে ঘুমায় আরেকজন বাহিরে নিরাপত্তার নামে অল্প মজুরীতে নিজের জীবন হুমকির সম্মুখিন করে।

এতে নাই কোন সরকারের সহায়তা বা তার জীবননাশ হলে কে দেবে তার ক্ষতিপূরন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।