আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আমলা, আমাদের কামলা, আমাদের গামলা

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

কেউ কি বলতে পারেন, এক জন আমলা কত টাকা বেতন পান? সেই টাকায় কি বাংলাদেশে অনেক বিলাসী জীবন যাপন সম্ভব? সম্ভব না হলে কি ভাবে তারা এতো ঠাট বজায় রাখেন? চাকরি শেষে গুলশান, বনানী উত্তরায় বাড়ি? কি ভাবে সম্ভব? আমার মনে হয় বিরাট এক রহস্য আছে। বেতন ভাতা মূল কথা নয় । আরো কিছু অদৃশ্য আছে।

যা মানুষ জানে না। তাদের জানার কোন উপায়ও নেই। কি সেই রহস্য। কোন দিন কি মানুষ জানতে পারবে না। সচিবালয় থেকে দেশ পরিচালিত হয়।

আর সচিবালয় পরিচালনা করেন আমলারা। আমাদের নির্বাচিত মন্ত্রীরা তেমন কিছু জানেন না। তাদেরকে কেবল বলা হয়,‍'স্যার', এই খানে আপনার একটা সই লাগবে”। আমাদের মন্ত্রীরা কেবল সই করেই খালাশ। তারা কিছু জানেন না।

জানার ইচ্ছেও নেই। আমলাদের আরেকটি অনেক বড় কাজ হচ্ছে, বিদেশ ভ্রমন করা। দেশের প্রয়োজনে তারা বিদেশ ভ্রমণ করলেও দেশের কাজ কিছুই করেন না। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। বিদেশে গিয়ে সরকারী টাকায় পাঁচ তারকা হোটেলে ঘুমান।

শপিং করেন। ঘুরে বেড়ান। সেই সব দেশ থেকে কিছু শিখে এসে যে দেশে বাস্তবায়নের চেষ্টা করবেন সেই সময় তাদের নেই। ভ্রমণ বাবদ কত ডলার বিল তুলবেন কেবল সেই হিসাব করেন। আসার সময় লাগেজ ভর্তি করে শপিং আনেন।

এই আমাদের বড় আমলাদের দেশ সেবা। দেশের মানুষকে সেবা। আমার মনে হয়, সচিব পর্যায়ের আমলাদেরকে প্রমোশনের মাধ্যমে না এনে দলীয় ভাবে নিয়োগ দিলে যে কোন সরকারের পক্ষেই তা ভাল হবে বলে । ফলে পরের সরকার আসলে যে একটা আতংক থাকে সেটা সচিবদের আর থাকবে না। বর্তমান অবস্থায় বড় বড় আমলারা ভয়ে তটস্থ থাকেন যে পরবর্তী সরকার আসলে কি হয়, কি হয়....!!! মোনোয়েমের আমালা দিয়ে যেমন মুজিবের শাসন ভাল হয়নি, তেমনি ফখরুদ্দিনের আমলা দিয়ে হাসিনার শাসন চলা উচিত নয়।

আবার হাসিনার আমলা দিয়ে খালেদার শাসন সেটাও চলা উচিত নয়। তবে এটাও ঠিক যে, আমাদের মাননীয় মন্ত্রীরা অনেক বোকা। সচিবরা তাদের মাথায় কাঁচা কাঁঠাল ভেঙ্গে খাচ্চেন। ফলে পরের সরকারের সময় জেলে গেলে সাবেক মন্ত্রীরাই জেলে যাবে। কোন আমলা কি জেলে গেছে? না যেতে রাজি? তাই আমি মনে করি , প্রশাসনে গতি আনার জন্য প্রমোশনের মাধ্যমে সচিব না বানিয়ে রাজনৈতিক ভাবে নিয়োগ করা হোক।

ফলে যারা মনে মনে রাজনীতি করে তাদের আর মনে মনে রাজনীতি করতে হবে না। আমার কাছে কেবলই মনে হয় , আমলারা কেবল আমলা নয়, আমলারা বিরাট গামলা! আমার প্রিয় ব্লগার ভাই বোনেরা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.