আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মাতৃ গ্যলাক্সি আকাশগঙ্গা (মিল্কিওয়ে) ও মহাকাশের নেবুলা ও গ্যলাক্সির কিছু দুর্লভ ছবি (ছবি ব্লগ )

স্মৃতিভ্রংসের ঘূর্নাবর্তে পাক খেতে খেতে মনে পড়ে , পায়নি ব্রাশের স্পর্শ সাত দিন আমার দাঁতের পাটি, মুখ ধুইনি বস্তুত কিছুদিন , তেলহীন রুক্ষ চুলে চিরনির মিহি দাঁত করেনি যে খেলা কতকাল , কালেভদ্রে আবছা স্বপ্নে স্খলিত বীর্যের চিহ্নগুলি ত্বকে লেগে থাকে ;
আমাদের মাতৃভূমি বাংলাদেশ , মাতৃগ্রহ পৃথিবী , মাতৃতারকা জগত সৌর জগত আর মাতৃগ্যলাক্সি হল মিল্কিওয়ে বাংলায় আকাশগঙ্গা । মিল্কিওয়ে হল মহাবিশ্বের অনুভব যোগ্য কয়েক শত কোটি গ্যলাক্সির মধ্যে একটি , যার মধ্যে আমাদের সৌর জগত অবস্থিত । রাতের আকাশে কুয়াশাচ্ছন্ন গুচ্ছ আবছাসাদা আলোর মেঘের মত একে দেথায় বলে সম্ভবত এর নাম হয়েছে মিল্কিওয়ে । মিল্কিওয়ে গ্যলাক্সিতে সুর্যের মত প্রায় ৪০ হাজার কোটি তারকা রয়েছে । এর ব্যস হল ১০০,০০০ আলোকবর্ষ (১০০০০০*৩৬৫*২৪*৩৬০০*৩০০০০০ কিমি ।

পুরু ১০০০ আলোকবর্ষ । আসেন দেখি পৃথিবী থেকে মিল্কিওয়ে গ্যলাক্সি কে কেমন দেথায় মিল্কিওয়ে গ্যলাক্সির ইনফ্রারেড ক্যামেরায় তোলা ছবি ( ইনফ্রারেড ক্যামেরায় আলো হিসাবে অবলোহিত আলো ব্যবহার করা হয়) এবার দেখা যাক আনান্য গ্যলাক্সির কিছু অদ্ভুত সুন্দর দূর্লভ ছবি । এইগুলো সবই ইনফ্রারেড আলোর তোলা ছবি । অর্থাৎ আমাদের চোখ যদি ইনফ্রারেড ( অবলোহিত) আলো সংবেদি হত তাহলে আমরা মহাবিশ্বের অসম্ভাব সুন্দর ছবি গুলো খালি চোখেই দেখতে পারতাম । এবার আসেন আসল জিনিশে যাই ।

মহাবিশ্বের সবচেয়ে মনোহর ছবি হল নেবুলার ছবি । কয়েকটি জটিলস নেবুলার ছবি দেখি । মহাবিশ্বের ছবি দেখা শেষ । এবার একটা মর্তের ছবি দেখে আমরা ছবি দেখা শেষ করি । বি,দ্রঃ ভালো লাগলে + দিতে ভুইলেন না
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.