আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁ সীমান্ত থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে জিয়াউর রহমান (৩০) ও ফারুক হোসেন (২৫) নামের ২ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদান আব্দুল গনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে ওই দুজন জেলে হাপানিয়া সীমান্ত এলাকার ২৩৫/২৩৬ পিলারের নিকট একটি হাওড়ে মাছ ধরছিল। এ সময় ভারতের পান্নাপুর সীমান্তের ৩১নং বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের হাপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবুল হোসেন, নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল গনি ও ভারতের হবিপুর থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই কিশোয়াল কুর্তি উপস্থিত ছিলেন। উক্ত দুই জেলেকে বিএসএফ সদস্যরা ভারতের হবিপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.