আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁ চাঁপাইয়ে পানির নিচে শত শত বিঘা জমির বোরো

বসন্তের শুরুতে কয়েকদিনের টানা বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে পানিতে তলিয়ে গেছে ১ হাজার বিঘা জমির বোরো ধান। ওই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ভরট্ট খাঁড়ির ওপর নির্মিত লেভেলগেট উঁচু হওয়ায় জমে আছে পানি। দ্রুত পানি সরানোর ব্যবস্থা করা না হলে নষ্ট হয়ে যাবে কষ্টের ফসল। এ শঙ্কায় এখন হতাশায় দিন কাটছে বাদলগাছী উপজেলার শত শত কৃষকের।

জানা যায়, উপজেলার ভরট্ট খাঁড়ি হতে বদলগাছী-মাতাজী সড়কের পয়নারী ১০ কিলোমিটার দীর্ঘ এই খাঁড়ি।

সম্প্রতি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খাঁড়ি সংস্কারের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য কয়েকটি লেভেলগেট নির্মাণ করেন। উদ্দেশ ছিল খাঁড়িতে পানি জমা থাকবে। আর কৃষক জমানো পানি প্রয়োজনমতো সেচ দিতে পারবেন। এলাকাবাসীর অভিযোগ, নির্মিত কয়েকটি লেভেলগেট প্রয়োজন মতো হয়েছে। এতে মাঠের উপর অংশের অতিরিক্ত পানি নিষ্কাশন হতে পারে।

কিন্তু খাঁড়ির ব্রিজের কাছে নির্মিত লেভেলগেটটি উঁচু হওয়ায় পানি নিষ্কাশন হতে পারছে না। এতে দুপাশের প্রায় চার কিলোমিটার জমির বোরো ধান নিমজ্জিত হয়ে পড়েছে। উপজেলার গাবনা গ্রামের কৃষক ফারুক জানান, তার তিন বিঘা জমির ধান পানির নিচে। তলিয়ে গেছে একই এলাকার মিজানুর রহমানের ১৪, সাইফুল ইসলামের চার ও এমদাদুল মেম্বারের ১৪ বিঘার বোরো। এছাড়া গয়রা, কাশিবাড়ী, গোধইল, দেওয়ানপুর, প্রধানকুণ্ডি, ভবন, বারাতৈল গ্রামের তিন শাতাধিক কৃষকের ধান হুমকির মুখে।

বিকল্প পদ্ধতিতে দ্রুত পানি নিষ্কাশন না করলে এসব জমির সদ্য রোপণকৃত বোরো শতভাগ বিনষ্ট হয়ে যাবে। বিএমডিএ সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মোস্তাক আহম্মেদ জানান, বিষয়টি জেনে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, অসময়ের বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শত শত বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে বোরো ফসল। উপজেলার আলিনগর, বাঙ্গাবাড়ী ও রাধানগর ইউনিয়নের বিল এলাকায় আবাদকৃত এসব জমির বোরো রক্ষায় বিপাকে পড়েছেন কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে দেরি হলে পুরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি বিভাগ ইতোমধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় জলাবদ্ধ জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে। কৃষি বিভাগ জানায়, গত তিনদিনে উপজেলায় ৫০ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.