আমাদের কথা খুঁজে নিন

   

মৌলিক ছাঁপচিত্র ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

আমার কবন্ধ সময়ের দাবি আমার কাছে নীল টাই, লালজুতো, সর্ষে দানার মতোন মিহি মিহি স্বপ্ন নামের ফুল, সব ভুল এখন পরিমাপের একটাই ভাষা, জাগতিক উৎকর্ষ । ভেবে পাইনে, কোন পথে যাবো আমি, এতো ধা ধা এতো কলরব পেরিয়ে কিভাবে ঠাঁই হবে একটা মৌলিক সরণীতে, আপন পেক্ষাগৃহে সব সময় দেখি, নিজেরই মুখ, আর মুখ নিঃসৃত বাণী দিয়ে তৈরী চিত্রকল্প যার কোন বৈষয়িক প্রবৃদ্ধি নেই সত্য আর মিথ্যেই বলি কিভাবে, এই আমি তো জানি, কতোটুকু বাস্তবতায় পুড়লে, এমন দৃশ্যপট মাথায় আসে_ আর, আর তৈরী হয় জীবনের মৌলিক ছাঁপচিত্র ! লিখন মার্চ-১৪.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।