আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের বাজেট পর্যালোচনা: বিশাল বাজেট, বাস্তবায়নই চ্যালেঞ্জ

কালের স্রোত

মহাজোট সরকার ঘোষিত ২য় জাতীয় বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সর্বমোট ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ঘোষিত বাজেটে মোট ৩৯ হাজার ৩২৩ কোটি টাকার ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এমনটাই মনে করেন দেশের অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী মহল।

তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলী খান দৈনিক জনতাকে বলেন, সরকারের ঘোষিত এ বিশাল বাজেট বাস্তবায়ন করতে বিরাট এক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবে সরকারের আন্তরিকতার অভাব না থাকলে এ বাজেট বাস্তবায়ন অসম্ভব নয় বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এই বাজেটের এডিবি বাস্তবায়ন করা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। ঘোষিত বাজেটের বরাদ্ধ সঠিক সময়ে খাতগুলোতে পৌঁছাতে হবে এবং প্রত্যেকটি খাতেরই দক্ষতা ও উৎকর্ষকতা বৃদ্ধি করতে হবে। জমি অধিগ্রহণ থেকে শুরু করে সব কাজই সরকারকে সঠিক সময়ে করতে হবে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান আহমেদ বলেন, মহাজোট সরকার মহা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারকে সঠিকভাবে খাতগুলোতে বরাদ্ধ দিতে হবে। এ ব্যাপারে তৃণমূলে যেন অর্থ বরাদ্ধ সঠিক সময়ে পৌঁছায় সে দিকেও সরকারকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এবারের বাজেট নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশের সবচেয়ে বড় রফতানি খাত তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, বিদ্যুত ও জ্বালানি খাতে ৬ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্ধ দেয়া অবশ্যই দেশের জন্য অনেক ভালো।

শিল্পকে এগিয়ে নিতে এটা সরকারের কাছে আশা করেছিল ব্যবসায়ী মহল। গত বছর ক্ষমতা গ্রহণের মাত্র ৪ মাসের মাথায় সরকার যে বাজেট ঘোষণা করেছিল তা অনেকটাই খুব পরিকরিল্পত ছিল না। কিন্তু এবারের বাজেটে শিল্প রক্ষায় সব ধরনের বরাদ্ধ রাখবে সরকার এমনটাই মনে করেন আব্দুস সালাম মুর্শেদী। এফবিসিসিআই’র প্রথম সহ সভাপতি আবুল কাসেম বলেন, বিশাল বাজেট। দক্ষ লোক দিয়ে এবং সঠিক সময়ে যদি ঘোষিত বাজেটের বরাদ্ধ দেয়া সম্ভব হয় তবে এ বাজেট বাস্তবায়ন খুব বেশি চ্যালেঞ্জের হবে না।

তবে এ ব্যাপারে সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.