আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের শিশিরকে ছুয়ে জানতে চাইলাম তুমি কেমন আছো শিশির?

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

চারদিকে হিম হিম ঠান্ডা হাওয়া। ঘাস গুলো ঢেকে আছে শিশিরে। কালো পিচের পথ গুলো আরো কালো হয়ে উঠেছে শিশির ভেজাতে। পথ ছেড়ে ঘাসের উপর দিয়ে হাটা শুরু করলাম খালি পায়ে। আজ ভেজাবো নিজেকে শিশিরের স্পর্শে।

সে কোমলতা আমাকে মুগ্ধ করেছে বার বার। একটা জায়গা তে ঘাস গুলো ছোট ছোট করে কাটা সেখানটাতে গিয়ে মনে হলো আমি যেন শিশির এর স্বর্গে চলে এসেছি। ছেলেমানুষী খেলে গেল মনে গড়াগড়ি খেলাম নিজেকে পুরোপুরি ভেজালাম শিশিরে। আলতো করে ছুয়ে দিলাম ঘাসের গায়ে আমার শক্ত হয়ে যাওয়া হাত টা। কিছু শিশির পরম নির্ভরতায় আশ্রয় নিল আমার হাতে কিছু মিশে গেল ঘাসের সাথে।

মিশে যাওয়া শিশিরদের কাছে অনুরোধ করলাম । যা তোর আমার প্রিয়ার কাছে গিয়ে দিয়ে আসো আমার ছোয়া। ও তৃষিত নয়নে আকুল ভালবাসা নিয়ে আমার জন্য হাত বাড়িয়ে আছে। হাতে লেগে থাকা শিশিরের কাছে জানতে চাইলাম তোরা কি দেখেছিল আমার প্রিয়াকে। কেমন আছে সে? কাজের সময় প্রায় প্রতিদিনই ভোর বেলা বের হতাম মানে সাড়ে চারটা বা পাচটার দিকে।

তবে ভোর কে ষে চোখে দেখায় হয় নাই। কারণ গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সোজা কাজে। এখন ছুটি তবে ঘুম ঠিকই আগের সময়ে ভাঙ্গে। আজ কিযেন মনে হলো চলে গেলাম পাহাড়ের দিকটাতে। পূর্ণ সামার হলেও পাহাড়ি এলাকা হওয়াতে এদিকটাতে এখনো সকাল বেলা শিশির ঝড়ে।

হালকা শীত অনুভব হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।