আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদ কর্মপরিবেশ দাবি শ্রমিকদের 

সোমবার সকাল  ১১টা থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ফেডারেশনের জেলা শাখা ঘণ্টাব্যাপী এ মানববন্ধ করে।
সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শরীফ, কবির, নূর হোসেন, রবিউল, হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রানা প্লাজা ধসের ঘটনায় প্রমাণ হয় শ্রমিকরা নিরাপত্তাহীন। এক হাজার ১২৭ জনের মৃত্যু শুধু নয়, যারা আহত তাদের জীবনও হুমকির সম্মুখীন।
এর আগে ভবন ধসে ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমন ঘটনা হতো না বলেও তারা উল্লেখ করেন।


তারা অভিযোগ করেন, রানা প্লাজার ধ্বংসস্তূপের দুটি শিশু ভূমিষ্ঠ নেয়ার মাধ্যমেই প্রমাণ হয় বন্ধ কারখানায় মাতৃকালীন ছুটি শ্রমিকরা পায় না।
এখনো কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন চলছেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও মজুরি বাড়েনি।
অনেক কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র নেই, শ্রম আইন কার্যকর নেই। তাই বারে বারে শ্রমিকরা ফুসে উঠছে।

পুলিশ দিয়ে নির্মমভাবে দমন করছে সরকার।
অবিলম্বে সকল কারখানায় নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও শ্রমিকদের নূন্যতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি জানান তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.