আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে যুবসমাজ ও কিছু কথা



তরুণ ও যুবসমাজ একটি জাতির ভবিষ্যত । তারা যুগ-চাহিদাভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের প্রতীক । কিন্তু এ যুবসমাজকে আজ ধ্বংস করে দিচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞানের যুগান্তকারী বিষ্ময়কর আবিষ্কার কম্পিউটার ইন্টারনেট । ইন্টারনেটের একটি ভয়াল দিক হচ্ছে 'পর্নোগাফি' । ইন্টারনেট পৃথিবীকে বদলে দেয়েছে ।

ইন্টারনেটের কারণে আজকে আমরা বিশ্বকে হাতের মুঠোয় পুরে ফেলেছি । কিন্তু এ ইন্টারনেটের কালো দিক হচ্ছে 'পর্নোগাফি' । 'পর্নোগাফি' যুবসমাজকে গ্রাস করছে । এর ফলে সমাজে ছড়িয়ে যাচ্ছে বেলেল্লাপনা ও নগ্ন যৌনতার ছড়াছড়ি । বাংলাদেশে দিন দিন সাইবার ক্যাফেগুলোর জনপ্রিয়তা বাড়ছে ।

তার উল্লেখযোগ্য কারণ ইন্টারনেট পর্নো । এর কারণে বারছে ধর্ষণ,খুন ও আত্নহত্যা । জানা গেছে, বাংলাদেশের বিপুল পরিমান তরুণ-তরুণী ও যুবসমাজের একটি বড় অংশ পর্নোসাইটের ব্রাউজার । কিন্তু প্রায় ৮০% অভিভাবক এ বিষয়ে সজাগ কিংবা অবগত নন। অনেক অভিভাবকের ইন্টারনেট সর্ম্পকে কোন ধারণাই নেই ।

এ কারণে ইন্টানেট পর্নো দ্বারা তাদের সন্তানরা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে । আর এর ফলে সেই যুবসমাজের আচরণের প্রভাব পড়ছে সমাজে । তাতে আজকের সমাজব্যবস্থা এমন হয়েছে যে, সাত বছরের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধারা পর্যন্ত রেহাই পাচ্ছে না ধর্ষণের শিকার থেকে । বাড়ছে অপহরণ,গুম,বাড়ছে খুন । পত্রিকা খুললেই দেখা যায় এ ধরনরে অজস্র ঘটনার খবর ।

ইন্টানেট যেমন যৌনতা ছড়াচ্ছে,তেমনি নীল ছবীর সিডি-ক্যাসেট একই ভূমিকা পালন করছে । ইন্টারনেট ও সিডি-ক্যাসেটের মাধ্যমে অনেক তরুণ-তরুণীর জীবন ধ্বংস হচ্ছে । এই ভয়াবহ পরিস্থিতিতেও সরকার এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না । বাংলাদেশের যুবসমাজকে পর্নো ছবির ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হবে । এজন্য বাংলাদেশের সাইবার ক্যাফেগুলো নিয়ন্ত্রণে আনতে হবে ।

সম্প্রতি ইংল্যান্ডে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে ওয়েবসাইট সংস্কৃতির অন্ধকার দিনগুলো । এতে দেখা গেছে-ইন্টারনেট পর্নোগাফির শিকার হচ্ছে অপরিণত শিশু কিশোররা । শিশুতোশ বিশ্বাসের সরলতাকে কাজে লাগিয়ে মাফিয়াচক্র ইন্টারনেটে পেতে রেখেছে রঙ্গিন ফাঁদ । সহজেই এই বর্ণলি ফাঁদে পা দিচ্ছে পৃথিবীর হাজার হাজার কোমলমতি শিশু-কিশোর । আমরা জানি,অপরাধের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম উপায়।

তাই ইন্টানেট পর্নোগাফির বিরুদ্ধে দেশ বিদেশে সচেতনতা তৈরী করা বর্তমান সময়ে একটি জররী কাজ । ইন্টারনেট পর্নোগাফির প্রতিরোধে দেশে দেশে গণমাধ্যমের বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।