আমাদের কথা খুঁজে নিন

   

খেলাধুলা



বলতে চাইছিনা যে খেলাধুলা শুধু পুরুষরাই উপভোগ করেন, মহিলারাও ক্রিকেট, ফুটবলের দারুণ ভক্ত, কিন্তু দিনের শেষে পুরুষ ভক্তের সংখ্যাই বেশি হবে, ঠিক না? বিশ্বকাপের জ্বরে কাবু ছেলেমহল। থারমোমিটার, প্যারাসিটামল নিয়ে রীতিমত দৌড়দৌড়ি চলছে। ফেইসবুকের স্ট্যাটাস আর প্রোফাইল ছবিই যার প্রমাণ। বন্ধুদের স্ট্যাটাস পড়তে ভাল লাগে ফেইসবুকে। ভাল লাগে ফুটবল ঘিরে এই উন্মাদনা।

বিশ্বাস করি যে সুস্থ বিনোদন বাড়ায় মনের সুস্থতা। আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু আমার আশেপাশের বন্ধুদের মত অত্ত না। কিন্তু জানতে ভাল লাগে কি হচ্ছে স্পোর্টস দুনিয়ায়। কষ্ট করে খেলাধুলার পৃষ্ঠাতে যেতে হয়না অনলাইন পত্রিকার। বন্ধুদের স্ট্যাটাস থেকেই জেনে যাই কি হচ্ছে ক্রীড়াজগতে।

যেমন আজকে ঘুম থেকে উঠে জানলাম যে ইতালী হেরেছে মেক্সিকোর কাছে ফ্রেন্ডলি ম্যাচে। যখন দেশে ছিলাম তখন বাসায় শান্তিতে টেলিভিশন দেখতে পারতামনা ভাইয়ের যন্ত্রনায়। ইএসপিএন অথবা স্পোর্টস ওয়ার্ল্ড চলতো টিভিতে দিনময়। বিয়ের পরও আমার চারপাশ বদলায়নি তেমন একটা। এখন ক্রিকেট, ফুটবলের সাথে যুক্ত হয়েছে এমেরিকান ফুটবল আর বেইসবল (মাঝে মাঝে বাস্কেটবল ও)...।

স্ট্যাটাস পড়তে ভাল লাগে কিন্তু সর্বক্ষন টিভিতে যদি একটার পর একটা খেলা চলতে থাকে তখন সেটা মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন যেন তারপরও ভাল লাগে আশেপাশের ছেলেদের একটা সুস্থ বিনোদনে নিজেদের ব্যস্ত রাখতে দেখে। সেই খাতিরে বিরক্তিটা না হয় একটু সহ্যই করলাম :-)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.