আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোনে চ্যাটিং করা


বিশ্বের বেশির ভাগ কম্পিউটার ব্যাবহারকারী যারা ইন্টারনেট ব্যাবহার করেন তাদের সবার কাছে ই-মেইল আইডি ও YAHOO খুবই জনপ্রিয় | অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারীরা Yahoo Messenger ব্যাবহার করে প্রিয়জনের সাথে চ্যাট করেন। কিন্তু এখন ইচ্ছে করলে প্রিয়জন ও বন্ধু,বান্ধবদের সাথে চ্যাট করতে শুধুমাত্র জাবা সংবলিত যে কোন মোবাইল ফোন দিয়ে এ সুবিধা ভোগ করা যাবে।তবে এর জন্য আপনার মোবাইলের জিপি আর এস সিষ্টেম অন করতে হবে। তারপর আপনার মোবাইল ফোন দিয়ে http://www.google.com অথবা যে কোন সার্চিং ইঞ্জিন এ গিয়ে Yamee লিখে search করে software টি ডাউনলোড করে নিন এবং আপনাপর Yahoo আইডি ও Password দিয়ে ডাউনলোডকৃত software টি open করুন । মোবাইল ফোনের আরো ও অনেক Messenger আছে তবে Yamee দিয়ে সহজ পদ্বতিতে অতি কম খরচে বিশ্বের যে কোন দেশের প্রিয় জন ও বন্ধু,বান্ধবদের সাথে Yahoo আইডিতে চ্যাট করা যায়। তবে মনে রাখতে হবে software টি অবশ্যই Update থাকতে হবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.