আমাদের কথা খুঁজে নিন

   

যারা পুরাতন বা সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য মাস্ট রীড।পর্ব-১

যা লিখি তাই অখাদ্য হয়। তবুও চেষ্টায় আছি....

আমার এই সিরিজের দ্বিতীয় পোষ্ট আমার এই সিরিজের প্রথম পোষ্ট যাদের ল্যাপটপ আছে এবং ল্যাপটপের প্রাথমিক প্রতিরোধমুলক রক্ষনাবেক্ষন জানেন না তাদের জন্য আমার আগের দুটি পোষ্টের লিংক দিলাম। যাইহোক,নতুন ল্যাপটপের দাম এখন দেশের মার্কেটে অনেক কম। তারপরও যারা পুরাতন বা সেকেন্ডহ্যান্ড ল্যপটপ কেনার কথা ভাবছেন একটু বাজেট কমের আশায় তাদের জন্য এই পোষ্টটি হয়তো কিছুটা উপকার হবে। ল্যাপটপ মুলত ট্রাভেল কীট বা মোবাইল কম্পিউটিং এর জন্য তাই যারা খুব বেশী ট্রভেল করেন তাদের জন্য ল্যপটপের ওজন একটা বিরাট বিষয়।

তাই ল্যপটপ পুরাতন বা নতুন যাই কিনুন না কেনো এর ওয়েট এর বিষয়টি মাথায় রেখে কেনাই ভালো। ব্যটারী ব্যকআপ ছাড়া ল্যপটপ কেনার কোন অর্থই নেই। তাই যখনই কোন পুরাতন ল্যপটপ কিনবেন তখন এর ব্যটারী ব্যকআপ চেক করে নিবেন। কমপক্ষে ৪৫ মিনিট ল্যপটপটি শুধুমাত্র ব্যটারী দিয়ে চালু করে দেখে নিবেন। ৪৫ মিনিট ধৈর্য ধরে সময় দিলে পরবর্তীতে আপনার ৪৫সপ্তাহ ব্যাকআপের টেনশান দুর হবে।

ল্যপটপ কেনার সময় একটি করে অডিও,ভিডিও,এবং ব্লান্ক সিডি ডিভিডি সংগে নিন। এগুলো দিয়ে আপনি ল্যাপটপের অডিও সেকশান,ভিডিও সেকশান ও ডিভিডি ড্রাইভের রীড রাইট ফাংশানগুলো চেক করে নিতে পারবেন। উইনডোজের স্কানডিস্ক রান করিয়ে নিতে পারেন । এটি ল্যাপটপের হার্ড ডিস্কের ব্যাডসেকটর টেস্ট করতে ব্যবহার হয়। একটি পেনড্রাইভ সাথে নিন।

এটি দিয়ে ল্যপটপটির ইউএসবি পোর্ট টেষ্ট করতে ব্যবহার করবেন। অনুরুপ একটি এসডি মেমোরি কার্ডও নিতে পারেন মেমোরি স্লট পরিক্ষা করার জন্য। হ্যাপি ল্যাপটপিং পরের কিস্তির জন্য অপেক্ষা করুন...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।