আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ মাইক্রোম্যাক্স ক্যানভাস ভিভা

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   মাইক্রোম্যাক্সের সাম্প্রতিক বাংলাদেশের বাজারে ছাড়া তিনটি এন্ড্রয়েড মোবাইল মডেলের ভিতরে সবথেকে সাশ্রয়ী মডেল ক্যানভাস ভিভা। ডুয়াল সিম সমর্থন করা স্মার্টফোনটি এন্ড্রয়েড জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে চলে।

১৮৬গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৬ মিলিমিটার। এতে আছে ৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা এই বাজেটের আর কোনও স্মার্টফোনে দেখা যায় না। সেটটি আপাতত শুধুমাত্র কালো রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ২৫৬এমবি র‍্যাম এবং ১১০মেগাবাইট ইন্টারনাল মেমরি যা স্মার্টফোনের হিসেবে কিছুটা কম হয়ে যেতে পারে। সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে ৪গুন ডিজিটাল জুম, মাল্টীশট ফিচার সহ ৩মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ০.৩ মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা। মোবাইলটিতে আছে ২০০০এমএএইচ এর শক্তিশালি ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৭ঘন্টা টকটাইম এবং ১১দিনের স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। এছাড়া একটানা প্রায় সারাদিনের ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।

মেমোরির দিক থেকে কিছুটা পিছিয়ে পড়লেও এর বিশাল ডিসপ্লে দিয়ে সেটুকু উসুল করে দেওয়া মাইক্রোম্যাক্স ক্যানভাস ভিভা এর দাম পড়বে ৮,৯৯৯ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।