আমাদের কথা খুঁজে নিন

   

কাদা মাটি জল বাতাসে



তোমার ডাক শুনি না কত দিন যেন ভুলে গেছি অকারনে তোমার শরীরে কাদা জল একাকার বুকের পাজরে একখানা মঠ যেন বুদ্ধের মতো ধ্যানস্ত বিস্ময় আমার অনন্ত কাল যেন তুমি বট নয়ত অশ্বথের মগডালে প্রাচীন চিল শকুনের চিৎকার দুপুরের সমস্ত অলস নিঃসঙ্গতা কাটে যেন রোদ্রুর সোনা রং মাখে তোমার তরঙ্গ হীন জলে দুপুরের ছায়া প্রাগৈতিহাসিক সময়ের ছবি খেলে যায় বাতাসে তোমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।