আমাদের কথা খুঁজে নিন

   

আমি অবশ্যই চাই সেই বাকশাল



বাকশাল মানে যদি হয় অসাম্প্রদায়িকতা, বাকশাল মানে যদি হয় ৭১'এর ঘৃণ্য রাজাকার,আলবদর তথা যুদ্ধাপরাধী বিচার,বাকশাল মানে যদি হয় জঙ্গী দমন,বাকশাল মানে যদি হয় ৭১এর হায়েনা গোলাম আযম,নিজামী,মুজাহিদ,কামরুজ্জামান,কাদের মোল্লা,সাকাচৌদের মত ঘৃণ্য রাজাকারদের হাতে জাতীয় পতাকা না তুলে দেয়া।বাকশাল মানে যদি হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে রগকাটা শিবিরকে রুখা,বাকশাল মানে যদি হয় মুক্তিযোদ্ধের চেতনা।বাকশাল মানে যদি হয় আমিনীর স্ববিরোধী ফতোয়াবাজদের (নারী নেতৃ্‌ত্ব হামাম বলে ফতোয়া দিয়ে আবার খালেদা জিয়ার সাথে জোট বাধা) রুখা,বাকশাল মানে যদি হয় বাঙালী চেতনার স্মারক মহান ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি আদায় করা । তবে কেন নয় বাকশাল ?? আমি চাই সেই বাকশাল,আমি অবশ্যই চাই সেই বাকশাল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.