আমাদের কথা খুঁজে নিন

   

আরেক মাথিনের জন্য

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

ধীরাজ ভাটুজ্যের গল্প তো নয় আমার কাহিনী সে অন্য হু' হু' করে আজও মনটা কাঁদে আরেক মাথিনের জন্য !! কবিতার প্রেমে পড়ায় করলো দেখা মিষ্টি কবিতার সেই লেখিকা জীবিকার তাগিদে তারই অঞ্চলে শিক্ষিকা ছিল মিশনারী স্কুলে পাহাড়ী সে মারমা কে যত জানলাম ততই যেন আমি মুগ্ধ হলাম হৃদয়ে হৃদয় খুঁজে হতে ধন্য !! স্বভাব মত সেই রাশভারী মেয়ে শুনতো কথা অধিক বলার চেয়ে আমার স্বভাব ছিল বলায় পটু ঠিক যেন মাথিনের পুরো উল্টো অজস্র কথা বলার দুষ্টু রোগে কান পেতে চারপাশ থাকতো জেগে উঁচু নীচু পাহাড় আর ঘন অরণ্য !! তেমনই একদিন কথার ফাঁকে চাইলাম জীবনে জড়াতে তাকে উত্তরে বললো সে দিয়ে এক দোষ 'তুমি হলে সমতল ভূমির মানুষ মানাবেনা আমি পাহাড়ীকে সমতলে তুমি -তোমার কাছে ফিরে যাও চলে" শুনে, পৃথিবীটা হল মনে জনশুন্য !! আরও বললো বিদায়বেলা সেই মেয়েটি যেখানেই থাকি, যেন লিখি চিঠি লিখব বলে বলে কাটিয়ে প্রহর হয়নি লেখা গত ষোল বছর নিঠুর সমাজ আমার অনেক দূরে মাথিনকে চিরতরে নিয়েছে কেড়ে মনে, সেই থেকে বয়ে চলি দুঃখ দৈন্য !! বিঃদ্রঃ বেশ আগে কোন এক ম্যাগাজিনের পাতায় জনৈক লোকের হৃদয়স্পর্শী একটা চিঠি পড়েছিলাম।ভাবলাম এই কথাগুলোকে একটা গানের আদলে দাঁড় করালে কেমন হয় ? যেই ভাবনা সেই কাজ।কাহিনীটা ঠিক রেখে ভদ্রলোকের কথাগুলোকে কিছুক্ষণের মধ্যে গানের আকারে সাজিয়ে ও ফেললাম।যাইহোক, অন্যের চিঠিকে গানের আদলে তৈরী হয়েছে সত্যি, কিন্তু এটা মৌলিক বলা যাবে কিনা সেটা আমারও প্রশ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।